বিজ্ঞানচর্চার বিকাশে ‘কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল ?

 পঞ্চম অধ্যায় 

বিকল্প চিন্তা ও উদ্যোগ :বৈশিষ্ট্য ও পর্যালােচনা

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”559″ order=”desc”]

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান 8

বিজ্ঞানচর্চার বিকাশে ‘কলকাতা বিজ্ঞান কলেজের কীরূপ ভূমিকা ছিল ?

উত্তর: আধুনিক বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে ঔপনিবেশিক বাংলা তথা ভারতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তার মধ্যে কলকাতা বিজ্ঞান কলেজ ছিল অগ্রগণ্য।

প্রতিষ্ঠা: স্যার আশুতােষ মুখােপাধ্যায়ের উদ্যোগে এবং তারকনাথ পালিত ও রাসবিহারী ঘােষের অর্থানুকূল্যে ১৯১৪ সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।

বহুমুখী বিজ্ঞানচর্চা : বিশুদ্ধ বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজে একে একে পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিভাগ খােলা হয়।

মৌলিক গবেষণা: বিজ্ঞানচর্চার এই মুক্ত অঙ্গনে শিক্ষার্থী ও গবেষকরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার সুযােগ পান। ফলে বিজ্ঞানচর্চায় যথেষ্ট মাননান্নয়ন ঘটে। গবেষক ছাত্রদের জন্য এখানে আটটি বৃত্তির ব্যবস্থা করা হয়।

খ্যাতনামা শিক্ষার্থীগণ : কলকাতা বিজ্ঞান কলেজে পড়াশােনা এবং বিজ্ঞান সাধনা করে বহু শিক্ষার্থী ভবিষ্যতে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই কৃতী ছাত্রগােষ্ঠীর মধ্যে সত্যেন্দ্রনাথ বােস, মেঘনাদ সাহা প্রমুখ ছিলেন বিশেষ উল্লেখযােগ্য। 

খ্যাতনামা শিক্ষকগণ: স্বদেশি বাংলার বহু স্বনামধন্য শিক্ষক ও বিজ্ঞানীগণ এই শিক্ষায়তনে শিক্ষাদান করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ডঃ চন্দ্রশেখর ভেঙ্কটরমন প্রমুখ ছিলেন এই প্রথিতযশা শিক্ষকদের মধ্যে অন্যতম। তাঁদের অক্লান্ত পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞানচর্চার সঙ্গে এর যােগসূত্র স্থাপিত হয়।

মন্তব্য: অধ্যাপনা, গবেষণা ও পড়াশােনার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ওই কলেজে যােগ দেন অধ্যাপক, গবেষক ও ছাত্রগণ। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান। স্বদেশি যুগের বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”555″ order=”desc”]

Madhyamik History Notes

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]

Madhyamik Suggestion

[su_posts template=”templates/list-loop.php” tax_term=”559″ order=”desc”]

Madhyamik Result & Routine

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ tax_term=”1091″ order=”desc”]