বরদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। অথবা_ টীকা লেখাে : বরদৌলি সত্যাগ্রহ।

বরদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও।
          অথবা
টীকা লেখাে : বরদৌলি সত্যাগ্রহ।

উত্তর : ভূমিকা : ১৯২৮ খ্রিঃ গুজরাতের সুরাতে বারদৌলি তালুকের কৃষকরাসত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এই আন্দোলনেই বরদৌলি সত্যাগ্রহ নামে খ্যাত।
খাজনা বন্ধ : ১৯২৮ খ্রিঃ ফেব্রুয়ারিতে বল্লবভাই প্যাটেল বারদৌলিতে আসেন এবং কৃষকদের খাজনা বন্ধ করার শপথ নিতে নির্দেশ দেন।
১৩টি অঞ্চল : প্যাটেল বারদৌলি তালুককে ১৩টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অলে অভিজ্ঞ নেতার হাতে আন্দোলন পরিচালনার ভার দেন।
বল্লভভাই প্যাটেলের ভূমিকা : বারদৌলির কৃষকদের বল্লভভাই প্যাটেল ঐক্যবদ্ধ করেন এবং তাদের সংঘবদ্ধ অহিংস আন্দোলনের পথ দেখান। তাকে সর্দার উপাধি দেন বারদৌলির নারীরা।