পুনা চুক্তি করে কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল? | বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর : প্রশ্নমান-৪

Madhyamik History Notes

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর : প্রশ্নমান-৪

পুনা চুক্তি করে কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল?

উ: ১৯৩২”. খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডােনাল্ড ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা? নীতি ঘােষণা করলে ভারতের মুসলিম, খ্রিস্টান, ইউরােপীয় প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়কে বর্ণহিন্দু’ ও ‘দলিত – হিন্দু– এই দুটি ভাগে ভাগ করে পৃথক নির্বাচনের কথা বলা হয়। এর প্রতিবাদে গান্ধিজি আমরণ অনশন করলে গান্ধিজির প্রাণ সংশয় দেখা দেয়। এই পরিস্থিতিতে ডঃ বি আর আম্বেদকর ১৯৩২ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষর করে দলিতদের পৃথক নির্বাচনের দাবী থেকে সরে এলে গান্ধিজি অনশন ভঙ্গ করেন। এই চুক্তিতে বলা হয়েছিল,
(১) আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের দাবী থেকে সরে আসবে এবং হিন্দুদের সাথে যৌথ নির্বাচনের নীতি মেনে নেবে।
(২) অপরপক্ষে গান্ধিজি নির্বাচনে দলিতদের সংরক্ষিত আসন ৭৮ থেকে বাড়িয়ে ১৫১-তে নিয়ে যাওয়ার কথা ঘােষণা করেন।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]