পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি

7 পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি : 0 রাজার ক্ষমতা
বল্পি : ক্রমওয়েল রাজতন্ত্রের সম্মান বৃদ্ধির পাশাপাশি
ইংল্যান্ডের পার্লামেন্টকে শক্তিশালী করে তােলেন। তিনি
প্রথমে রাজা অষ্টম হেনরিকে যাবতীয় ক্ষমতার অধিকারী
করে তাকে সন্তুষ্ট করেন। @ পার্লামেন্টকে বিভিন্ন
অধিকার দান : এরপর তিনি রাজাকে দিয়েই ঘােষণা
করান যে, রাজার সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের হাতেই
নিহিত। ক্রমওয়েল পার্লামেন্টের সদস্যদের মতামত
প্রকাশের স্বাধীনতা, গ্রেপ্তারের হাত থেকে মুক্ত থাকা,
সদস্য নির্বাচনে বিতর্কের সৃষ্টি হলে তাতে হস্তক্ষেপ করা
প্রভৃতির অধিকার দেন। 3 নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের
পটভূমি: এভাবে ক্রমওয়েল ভবিষ্যৎ ইংল্যান্ডের
সীমাবদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্টের সুদৃঢ় ক্ষমতার
কাঠামােটি গড়ে তােলেন। এর পরিণতিতে পরবর্তী স্টুয়ার্ট
যুগে ইংল্যান্ডে রাজার ক্ষমতা আরও হ্রাস পায় এবং
পার্লামেন্টের ক্ষমতা আরও সুদৃঢ় হয়। ১৬৮৮ খ্রিস্টাব্দে
গৌরবময় বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র সেখানে নিয়মতান্ত্রিক
রাজতন্ত্রে পরিণত হয়।
8. ক্রমওয়েলের পরিণতি : 0 ব্যর্থতা : শেষদিকে
ক্রমওয়েল পরপর কয়েকটি কাজের পদক্ষেপ নিয়ে ব্যর্থ
হন। পরবর্তীকালে টমাস ক্রমওয়েলের বিরুদ্ধে ইংল্যান্ডে
নানা অসন্তোষ দেখা দেয়। তার বৈদেশিক নীতির বিরুদ্ধে
নানা ক্ষোভ জমতে থাকে। @ বিবাহে ভাঙন: তার
উদ্যোগে রাজা অষ্টম হেনরি অ্যান নামক রাজকুমারীকে
বিবাহ করলেও শীঘ্রই এই বিবাহ ভেঙে যায়। ফলে
অপমানিত অষ্টম হেনরি মন্ত্রী ক্রমওয়েলের ওপর ক্ষুদ্ধ
হন। 3 বিরােধ ও প্রাণদণ্ড : তার সংস্কার আন্দোলনের
| গতিরােধ করার উদেশ্যে রাজা অষ্টম হেনরি, অভিজাত

চিত্র 3» টমাস ক্রমওয়েল।
| দলের নেতা নরফোকের ডিউক এবং লন্ডন ও
| উইনচেস্টারের বিশপরা চেষ্টা শুরু করেন। ফলে টমাস ।
ক্রমওয়েলের সঙ্গে তাদের বিরােধ বাধে এবং
ক্রমওয়েলের পতন অনিবার্য হয়ে ওঠে। শেষপর্যন্ত
ক্রমওয়েল রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত হয়ে ১৫৪০
খ্রিস্টাব্দে প্রাণদণ্ডে দণ্ডিত হন। প্রসঙ্গত বলা দরকার যে,
তার পূর্বর্তন মন্ত্রী উলসির জীবনেও একই পরিণতি
ঘটেছিল। উলসি এবং টমাস ক্রমওয়েলের উদ্দেশ্য ও
নীতি সম্পূর্ণ বিপরীতধর্মী হলেও নিয়তির পরিহাসে।
উভয়ের জীবনের শেষ পরিণতিতে অদ্ভুত মিল দেখা যায়।
যে ‘অ্যাক্ট অব অ্যাটেন্ডার’ আইনের দ্বারা অভিযুক্ত করে
ক্রমওয়েলের মুণ্ডুচ্ছেদ করা হয় সেই আইনটি একদা
ক্রমওয়েলই তৈরি করেছিলেন রাজার হাত শক্ত করার
উদ্দেশ্যে।