পশ্চিমবঙ্গ সম্বন্ধে সাধারণ জ্ঞান, West Bengal best GK

পশ্চিমবঙ্গ বর্তমান বিষয় এবং সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর

১. প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে (২০১৯)?
উত্তর: মমতা ব্যানার্জি

২. প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে (২০১৯)
উত্তর: Keshari Nath Tripathi
3. প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল
উত্তর: ২৬ জানুয়ারী, ১৯৫০।
৪. প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আয়তন কত?
উত্তর: ৮৮,৭৫২ বর্গকিমি
৫. প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটির মোট জনসংখ্যা কত
উত্তর: ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এইরাজ্যের লোক সংখ্যা ৯ কোটি ১ লক্ষেরওবেশি।
৬. প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজধানীর নাম?
উত্তর: কোলকাতা ।
৭.প্রশ্ন: পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত?
উত্তর: ২৩টি
৮. প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি ?
উত্তর: কোলকাতা।
৯. প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি?
উত্তর: কোলকাতা।
১০. প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মানুষ বসবাস করে
উত্তর: মেদনীপুর জেলায়
১১. প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম লোক বাস করে ?
উত্তর: দার্জিলিং জেলায়
১২. প্রশ্ন: পশ্চিমবঙ্গের মাতৃভাষা কি?
উত্তর: বাংলা।
১৩. প্রশ্ন: পশ্চিমবঙ্গের অধিবাসীদের কি বলে?
উত্তর: বাঙালী
১৪. প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি?
উত্তর: বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম
ওআসাম।
১৫. প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ গুলি কি কি
উত্তর: পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকেনেপাল ও ভুটান অবস্থিত।
১৬. প্রশ্ন: পশ্চিমবঙ্গ কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তর: মৌসুমী জলবায়ুর অন্তর্গত
১৭. প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।
১৮. প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে কম বৃষ্টিপাত হয়?
উত্তর: বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।
২০. প্রশ্ন পশ্চিমবঙ্গবাসীর প্রধান খাদ্য কি?
উত্তর: ভাত।