পশ্চিমবঙ্গ জিকে কুইজ বর্তমান বিষয়ক প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞান

১. প্রশ্ন: পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত?

(ক) ৭৪

(খ) ২০

(গ) ২৩

(ঘ) কোনোটিই নয়

উত্তর: ২৩

২. প্রশ্ন: পশ্চিমবঙ্গে মোট লোকসভা আসনের সংখ্যা কত

(ক) ৪৪

(খ) ২৩

(গ) ৪২

(ঘ) কোনোটিই নয়

উত্তর: ৪২

৩. প্রশ্ন: পশ্চিমবঙ্গে মোট রাজ্যসভা আসনের সংখ্যা কত

(ক) ৩

(খ) ১৮

(গ) ১৬

(ঘ) কোনোটিই নয়

উত্তর: ১৬

৪. প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্যের মাতৃভাষা কি?

(ক) হিন্দি

(খ) তামিল

(গ) ইংরেজি

(ঘ) বাংলা

উত্তর: বাংলা

৫. প্রশ্ন: পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?

(ক) ৭৭.০৮

(খ) ৫৫.৫৭%

(গ) ৩৪.৪৫%

(ঘ) ২৩.৯৮%

উত্তর: ৭৭.০৮%

৬. প্রশ্ন: ভারতে পশ্চিমবঙ্গ কত নাম্বারে আছে (rank)

(ক) 6th

(খ) 23th

(গ) 14th

(ঘ) 13 th

উত্তর: 14th

৭. প্রশ্ন: ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যায় কত নম্বর স্থানে আছে?

(ক) চতুর্থ স্থান

(খ) দ্বিতীয় স্থান

(গ) তৃতীয় স্থান

(ঘ) পঞ্চম স্থান

উত্তর: চতুর্থ স্থান