নমঃশুদ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও

নমঃশুদ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও
উত্তর : বাংলার হিন্দু সমাজ ব্যবস্থায় নমঃশূদ্রের অবস্থায় ছিল সবচেয়ে করুণ, তাদের সমিতির দুরবস্থার বিরুদ্ধে ও উপনিবেশিক সময়কালে তারা আন্দোলনে সামিল হয় উনবিংশ ও বিংশ শতাব্দীতে

আন্দোলনের সূত্রপাত : লোকরা নিমন্ত্রণ গ্রহণ না করার কারণে নমঃশূদ্ররা ও তাদের কোনোরূপ সহযোগিতা করবেন না বলে জানিয়ে দেন এবং তাদের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক পরিত্যাগ করবেন। এইভাবে ফরিদপুর-বাখরগঞ্জে নমঃশূদ্র আন্দোলনের সূত্রপাত ঘটে।

আন্দোলনের নেতৃবৃন্দ : এই আন্দোলনের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য
হলেন–হরিচাদ ঠাকুর, গুরুচাদ ঠাকুর, ব্রজেন্দ্রনাথ মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমদরঞ্জন ঠাকুর প্রমুখ

সংগঠন গড়ে তোলা : নমঃশূদ্রের মধ্যে সচেতনতা বৃদ্ধি দাবি আদায়, প্রচার, শিক্ষার প্রসার ঘটনানো প্রভৃতির জন্য কতকগুলি সংগঠন গড়ে তোলা হয়। ১৯০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত “উন্নয়নী সভা” ও নমঃশূদ্র ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন ১৯১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি প্রভৃতি।

বিভিন্ন দাবি আদায় : নমঃশূদ্রদের অর্থনৈতিক দাবি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ _তারা সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবি করেন। সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিকেও তারা সমর্থন করেন।