দীপালি সংঘ সম্পর্কে যা জানো লেখো।অথবা_ সশত্র বিপ্লবী আন্দোলনের সময় দীপালি সংঘের ভুমিকা আলোচনা করো।

দীপালি সংঘ সম্পর্কে যা জানো লেখো।
        অথবা
সশত্র বিপ্লবী আন্দোলনের সময় দীপালি সংঘের ভুমিকা আলোচনা করো।
উত্তর : সূচনা : বিংশ শতকের গোড়ার দিকে জাতীয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা নারী সংগঠনগুলির মধ্যে দীপালি সংঘ উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠা : ১৯২৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লীলা নাগ ঢাকার “দীপালি সংঘ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মকাণ্ড : দীপালি সংঘের উদ্যোগে প্রথমে দীপালি বিদ্যালয় এবং ১২টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে এছাড়া ঢাকায় নারীশিক্ষা মন্দির শিক্ষাভবন এবং সজলমান মেয়েদের জন্য কামারুশ্নেস বালিকা বিদ্যালয় গড়ে তোলা হয় মাষ্টারদা সূর্য সেনের সংস্পর্শে দীপলি সংঘ একটি সক্রিয় গুপ্ত সমিতিতে পরিণত হয়।

ছাত্রীসংঘ : ১৯২৫ খ্রিস্টাব্দে ছাত্রীদের নিয়ে দীপালি সংঘ গঠন করে’ |
 মহিলা সত্যাগ্রহ সমিতি : সুভাষচন্দ্র বসু’র নেতৃত্বে কলকাতার মহিলা সত্যাগ্র সমিতি প্রতিষ্ঠিত হলে তাতে দীপালি সংঘের সদস্যরাও যোগদান করেন।
মূলনায়ক : দীপালি সংঘ সার্বিক দিকে দৈত ভূমিকা পালন করে, যেমন–একদিকে মহিলাদের শিক্ষিত ও আধুনিক করে তোলে অন্যদিকে তাদের মধ্যে বিপ্লবী ভাবাদর্শে উদ্ভাসিত করে।