দর্শন ABTA TEST PAPER SAQ সমাধান 2020 (উচ্চমাধ্যমিক-১২)

দর্শন ABTA TEST PAPER SAQ সমাধান 2020

abta
দর্শন ABTA TEST

কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা

প্রিয় ছাত্র ছাত্রী| দর্শনের কিছু কিছু চিহ্ন আমাদের সিস্টেমে সাপোর্ট করি নি তাই একটু বুঝে নিয়ে পড়বে, EXAMPLE, সুতরাং চিহ্ন এবং P উপরের আন্ডারলাইন।

ABTA Page no. AC 9

নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও।


১। সিদ্ধান্ত বলতে কী বােঝ?
উঃ- যুক্তি বিজ্ঞানী আই.এম.কোপি সিদ্ধান্তের সংজ্ঞা এইভাবে দিয়েছেন- “কোনাে যুক্তির সিদ্ধান্ত হল যুক্তির সেই বচন যা স্বীকৃত হয় যুক্তির অন্যান্য বচনগুলির উপর নির্ভর করে।” অর্থাৎ যে বাক্যটি আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয় সেই বচনকে বলা হয় সিদ্ধান্ত।

অথবা, অবরােহ যুক্তি বলতে কী বােঝ?
উঃ- যে যুক্তির সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনও আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয় না সেই যুক্তিকে অবরােহ যুক্তি বলে।

২। অসম বিরােধিতার একটি দৃষ্টান্ত দাও।
উঃ- A-সকল গােলাপ হয় লাল এবং I-কোনাে কোনাে গােলাপ হয় লাল- এই বচন দুটির মধ্যে অসম বিরােধিতা আছে।

৩। বচনের বিরােধিতার আবশ্যিক শর্ত কী?
উঃ- বচনের বিরােধিতার আবশ্যিক শর্ত হল দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হবে।

অথবা, কোনাে মানুষ নয় সৎ বচনটির বিরুদ্ধ বিরােধী বচন কী হবে?
উঃ- কোনাে কোনাে মানুষ হয় সৎ।

৪। বিবর্তনের বৈধতার গুণসংক্রান্ত নিয়মটি কী ?
উঃ- যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ পৃথক হবে। অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে এবং যুক্তিবাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।

অথবা, সকল মানুষ হয় অ-পূর্ণ জীব বচনটির আবর্তন করাে।
উঃ- কোনাে কোনাে অ-পূর্ণ জীব হয় মানুষ।

৫। পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে ?
উঃ- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের-“প্রধান আশ্রয়বাক্যে অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করা হয়”- এই নিয়মটি ভঙ্গ করলে যুক্তিতে পূর্বগ অস্বীকারের দোষ ঘটে।

অথবা, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারের একটি উদাহরণ দাও।
উঃ- যদি সূর্য ওঠে তাহলে আলাে হবে।
এমন নয় যে আলাে হয়েছে।
.°. এমন-নয় যে সূর্য উঠেছে।

৬। অবিসংবাদী বিকল্প বলতে কী বােঝাে?
উঃ- বৈকল্পিক বচনে যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে তখন সেই বিকল্পকে অবিসংবাদী বিকল্প বলে।

অথবা, বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও।
উঃ সক্রেটিস একজন দার্শনিক অথবা তিনি একজন নীতি বিজ্ঞানী।
সক্রেটিস হন একজন নীতি বিজ্ঞানী।
.°. সক্রেটিস নন একজন দার্শনিক।

৭। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে।
উঃ- একটি বচনের যে শ্রেণীকে বােঝায় সেই শ্ৰেণী যদি সদস্যহীন হয় অর্থাৎ সেই শ্রেণীর অন্তর্গত কোনাে ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব না থাকে, তাহলে সেই শ্ৰেণীকে বলা হয় শূন্যগর্ভ। যেমন- ভূত নেই।

৮। O নিরপেক্ষবচনের বুলীয় ভাষ্য কী?
উঃ- O-বচনের বুলীয় ভাষ্য হল- SP̃≠0 অথাৎ O বচনের বুলীয় ব্যাখ্যা হল- বিধেয়কে বাদ দিলে উদ্দেশ্য শ্রেণীর অন্তত একটি সদস্য হলেও বাস্তবে আছে। যেমন- O কোনাে কোনাে ফুল নয় লাল- এখানে লাল শ্ৰেণীকে বাদ দিলেও ফুল শ্রেণীর অন্তত একটি সদস্য হলেও বাস্তবে আছে।

৯। সাংযৌগিক বচন কখন সত্য হয়?
উঃ- উভয় সংযােগী সত্য হলে একটি সংযৌগিক বচন সত্য হবে।

অথবা, বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় ?
উঃ- বৈকল্পিক বচনের উভয় বিকল্পই মিথ্যা হলে বচনটি মিথ্যা হবে।

১০। P≡~P বচনটি কখন মিথ্যা হয় ?
উঃ- P≡~P এই বচনাকারটি মিথ্যা হবে যখন P সত্য অথবা P মিথ্যা হবে।

অথবা, ফলস্তম্ভ কাকে বলে?
উঃ- সত্যসারণীর সাহায্যে বাক্যের সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে বাক্যটিকে কতকগুলি স্তম্ভে বিন্যাস্ত করা হয়। এর মধ্যে শেষ স্তম্ভটি হল ফল স্তম্ভ।

১১। বৈজ্ঞানিক আরােহনুমানের সংজ্ঞা দাও।
উঃ- যে-আরােহে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে কয়েকটি বিশেষ ঘটনার প্রত্যক্ষ-অভিজ্ঞতা থেকে প্রকৃতির একরূপতা নীতির উপর বিশ্বাস রেখে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, এবং এই সার্বিক-সংশ্লেষক বচনটির অন্তর্গত দুটি বিষয়ের মধ্যে কার্য-কারণ সম্বন্ধ নির্ণয় করার চেষ্টা থাকে, তাকে বৈজ্ঞানিক আরােহ বলে।

১২। ভালাে বা উত্তম উপমাযুক্তির একটি উদাহরণ দাও।
উঃ- মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে এবং পৃথিবীতে প্রানের অস্তিত্ব থাকায় যখন মঙ্গল গ্রহেও প্রানের অস্তিত্ব ‘অণুমান করা হয় তখন তাকে একটি ভালাে উপমাযুক্তি বলা যেতে পারে।

অথবা, উপমাযুক্তির মূল্যায়ণের একটি মানদণ্ড উল্লেখ কেরাে।
উঃ- প্রাসঙ্গিকতার বিষয়টিকে কার্য-কারণ তত্ত্বের দিক থেকে ব্যাখ্যা করতে হবে। সাদৃশ্যমূলক আরােহ অণুমানের ক্ষেত্রে প্রাসঙ্গিক সাদশ্য হল সেই গুলি, যেগুলি কার্য-কারণ সম্পর্কযুক্ত:গুণ বা ঘটনা নিয়ে আলােচনা করে।

১৩। প্রকৃতির একরূপতা নীতি কী ?
উঃ- এই বিশ্ব, প্রাকৃতিক নিয়মে বাঁধা। এই নিয়ম হল প্রকৃতি সম অবস্থায়। একই রকম আচরণ করে। এই নিয়মই হল প্রকৃতির একরূপতা নীতি।

১৪। কারণের গুণগত লক্ষণ কী ? 

উঃ- কারনের গুনগত লক্ষণ হল- কারণ হল কোনাে কার্যের নিয়ত শর্তহীন অব্যবহিত পূর্বগামী ঘটনা।

অথবা- বহুকারণ সমম্বয় কী?
উঃ- যখন একাধিক কারণ মিলিত হয়ে কোনাে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন তাকে বহুকারণ সমন্বয় বলে।

১৫। বিষপান মৃত্যুর কারণ-এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
উঃ- এখানে কারণ কথাটি পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ বিষপান করলে মৃত্যু হবে এবং বিষপান না করলেও মুত্যু হবে।

১৬। কারণের সদর্থক শর্ত বলতে কী বােঝায়।
উঃ- যে শর্তগুলি উপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে কারনের সদর্থক শর্ত বলে।

অথবা, একজন এককারণবাদী দার্শনিকের নাম লেখাে।
উঃ- আই.এম.কোপি।


ABTA Page no. AC 9

 


দর্শন ABTA TEST PAPER SAQ সমাধান
দর্শন ABTA TEST PAPER SAQ সমাধান

Bengali Song Lyrics