টীকা লেখো : আ্যান্টি সার্কুলার সোসাইটি।

টীকা লেখো : আ্যান্টি সার্কুলার সোসাইটি।
 
উত্তর : ভূমিকা : বঙ্জাভঙ্জা বিরোধী আন্দোলনে ছাত্রদের নিরস্ত করার জন্য সরকারের মুখ্যসচিব আর. ডবলিউ. কার্লাইল নামে পরিচিত ।
 
প্রেক্ষাপট : বঙ্জাভঙ্জা বিরোধী আন্দোলনে ছাত্ররা দলে দলে অংশ নেয়। সরকারি স্কুল, কালজ, ডিগ্রি, বর্জন করে; পিকেটিং করে তারা বঙ্াভঙ্জা বিরোধী আন্দোলনে নতুন প্রাণের সপ্ছার করে।
 
আ্যান্টি সার্কুলার সোসাইটি : কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসু রিপন কলেজে চতুর্থ বর্ষে পড়ার সময় ১৯৫০ খ্রিস্টাব্দের নভেম্বর আযান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন।
 
ফলাফল : আ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠার ফলে ছাত্রদের মধ্যে উদ্দীপনার সম্ভার হয়। সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আন্টি সার্কুলার সোসাইটি ব্রিটিশ বিরোধী মানসিকতাকে আরও দৃঢ় করেছিল।
 
উদ্দেশ্য : আযান্টি সার্কুলার সোসাইটি গঠনের মূল উদ্দেশ্য ছিল-_
(১) বিদেশি শিক্ষাক বয়কট করে স্বদেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা
(২) ছাত্রদের এঁক্যবদ্ধ করে জাতীয় আন্দোলন বৃদ্ধি করা।
(৩) শাস্তি প্রাপ্ত ছাত্রদের আলাদা শিক্ষালাভের ব্যবস্থা করা।
 
উপসংহার : শচীন্দ্রপ্রসাদের ভূমিকায় ব্রিটিশি সরকার ক্ষুব্ধ হয়। ১৯০৮ খ্রিস্টাব্দে তাঁকে গ্রেফতার করা হয়। তবে আযান্টি সার্কুলার সোসাইটির অবদান কোনোক্রমেই ভোলার নয়।