টীকা লেখাে: তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ। প্রতিরােধ ও বিদ্রোহ: নোট

 তৃতীয় অধ্যায় 

প্রতিরােধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”559″ order=”desc”]

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান ৪

টীকা লেখাে: তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ।

উত্তর: বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলি, তিতুমির নামেই যিনি ইতিহাসে সমধিক পরিচিত। সৈয়দ আহমেদের শিষ্যত্ব গ্রহণ করে তিনি বাংলায় ওয়াহাবি আদর্শ প্রচার করেন।

তিতুমিরের লক্ষ্য: তিতুমিরের মূল লক্ষ্য ছিল স্থানীয় অত্যাচারী জমিদার, নীলকর ও তাদের মদতদাতা ইংরেজদের বিতাড়ন এবং শশাষণমুক্ত স্বাধীন শাসন প্রতিষ্ঠা।

আন্দোলনের সূচনা: ২৪ পরগনার পুঁড়া গ্রামের অত্যাচারী জমিদার কৃয়দেব রায়, গােবরডাঙার জমিদার এবং স্থানীয় সুদখাের মহাজনদের বিরুদ্ধে জেহাদ ঘোেষণার মধ্য দিয়ে তিতুর নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়।

আন্দোলনের বিস্তার: ক্ৰমে ২৪ পরগনা, নদিয়া, রাজশাহী, ঢাকা, পাবনার বিস্তীর্ণ অঞলে তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন দাবানলের মতাে ছড়িয়ে পড়ে। তিতুমিরের বারাসাত বিদ্রোহ জমিদার ও নীলকর বিরােধী থেকে ক্রমে প্রত্যক্ষ ব্রিটিশ বিরােধী সংগ্রামে পর্যবসিত হয়।

বাঁশের কেল্লা: জমিদারদের বিরুদ্ধে সাফল্য লাভের পর তিতুমির বারাসাতের নিকটবর্তী নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করে তার সদর দপ্তর স্থাপন করেন। তিনি নিজেকে বাদশাহ’ ঘােষণা করেন এবং স্থানীয় জমিদার, নীলকর ও মহাজনদের কাছ থেকে রাজস্ব দাবি করা হয়।

বিদ্রোহের অবসান: তিতুমিরের কার্যকলাপ ব্রিটিশ শাসকের মনে ভীতির সঞ্চার করে। শেষ পর্যন্ত বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের নির্দেশে সেনাপতি স্টুয়ার্টের নেতৃত্বে এক বিশাল বাহিনী ১৮৩১ খ্রিস্টাব্দে বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজের কামানের গােলার আঘাতে কেল্লা ধ্বংসপ্রাপ্ত হয়। তিতুমির ও তার কয়েকজন অনুগামী যুদ্ধক্ষেত্রে বীরের ন্যায় মৃত্যুবরণ করেন।

মন্তব্য: তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন কিছু ক্ষেত্রে ধর্মীয় সংকীর্ণতা দোষে দুষ্ট হলেও ইতিহাসবিদ গৌতম ভদ্র প্রমুখ তিতুমিরের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীর ভূয়সী প্রশংসা করেছেন। তার মরণপণ সংগ্রাম স্বৈরাচার বিরােধিতার এক উজ্জ্বল ইতিবৃত্ত।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”555″ order=”desc”]

Madhyamik History Notes

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]

Madhyamik Suggestion

[su_posts template=”templates/list-loop.php” tax_term=”559″ order=”desc”]

Madhyamik Result & Routine

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ tax_term=”1091″ order=”desc”]