টীকা লেখাে : অ্যান্টি পার্ক সােসাইটি। বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর : প্রশ্নমান-৪ (Notes)

Madhyamik History Notes

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর : প্রশ্নমান-৪

টীকা লেখাে : অ্যান্টি পার্ক সােসাইটি।

উ: ১৯০খ্রিস্টাব্দের ৫ নভেম্বর কলকাতার রিপন কলেজের ছাত্র শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে ‘অ্যান্টি সার্কুলার সােসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার মিত্র এবং সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু নিজেই। এই সােসাইটির মূল উদ্দেশ্য ছিল –

(ক) বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলন ‘পর্বে সৃষ্ট জাতীয়তাবাদের নতুন উদ্যমকে কাজে লাগাননা এবং জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা।

(খ) বিদেশি শিক্ষাকে বয়কট করে দেশীয় শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা।

(গ) জাতীয় নেতাগণকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত করা।

(ঘ) ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা।

(ঙ) বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলনে ছাত্রদের শামিল হওয়ার ফলে যে সমস্ত ছাত্র স্কুল-কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিল তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা।

চ) কার্লাইল সার্কুলারে ‘বন্দেমাতরম’ স্লোগান নিষিদ্ধ হলে তার প্রতিবাদ জানিয়ে অ্যান্টি সার্কুলার সােসাইটিতে ছাত্রদের যােগদানে উৎসাহিত করা। উপরিউক্ত বিষয়গুলিকে সামনে রেখে শচীন্দ্র প্রসাদ বসু ১৯০৫ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে এই ‘অ্যান্টি সার্কুলার সােসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]