টীকা : লালন ফকির ।- অথবা- বাংলার লালন ফকির সম্বন্ধে আলোচনা করো।

টীকা : লালন ফকির ।
       অথবা
বাংলার লালন ফকির সম্বন্ধে আলোচনা করো।
উত্তর : ভূমিকা : বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতে লালন ফকির এক উল্লেখযোগ্য নাম। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা তিনি প্রায় দুই হাজার গান রচনা করেন।
লালনের পরিচয় : লালন ১১৭৯ সালে হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অনেকে আবার বলে কুষ্ঠিয়া জেলার ভারবা গ্রামে । তার জন্ম কায়স্থ গ্রামে
বাউল লালন : লালন সিরাজ সাঁই-এর কাছে বাউল ধর্মে দীক্ষা নেন। তিনি দেউরিয়ায় বাউল আখরা তৈরি করে স্ত্রী ও শিষ্যসহ বসবাস করেন।
জাতিভেদ : তিনি কোনো জাতিভেদ মানতেন না। তিনি হিন্দু, মুসলমান, ব্রহ্ম, বৈয়ব সকলকেই তার নিজ নিজ ধর্মের লোক বলে মনে করতেন।

লালনের গান : তার গান সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিল। তিনি নিজেই গান লিখতেন তাতে সুর দিতেন এবং গাইতেন। তার বিখ্যাত গান হল-_ ১. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ২. আমার ঘর খানা কে বিরাজ করে।