টীকা : “বামাবোধিনী” পত্রিকা। (অথবা) বাংলার নারী সমাজে বামাবোধিনীর অবদান ৷

 টীকা : “বামাবোধিনী” পত্রিকা।
          অথবা
বাংলার নারী সমাজে বামাবোধিনীর অবদান ৷
উত্তর : উনিশ শতকের বাংলা ভাষায় প্রকাশিত সমসাময়িক পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল “বামাবোধিনী” পত্রিকা। এই পত্রিকায় ধর্ম, নীতিবিজ্ঞান, ইতিহাস, গৃহচিকিৎসা, শিশুপালন, স্ত্রী শিক্ষা প্রভৃতি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেন।
প্রশকাল :কা ১৮৬৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে “বামাবোধিনী” পত্রিকা নামে পরিচিত।
প্রকাশক : বামাবোধিনী পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত।
নারী সমাজের অবস্থা : কু-প্রথা : নারী সমাজের বহু বিবাহ বা বাল্যবিবাহ লক্ষ করা যায়। সমাজে নারী মর্যাদা খুব বৃদ্ধি পায়নি।
শিক্ষা : বামাবোধিনী পত্রিকা নারী শিক্ষার ওপর জোর দিয়েছিল দেশের সর্ব প্রধান বেথুন বালিকা বিদ্যালয়ে ত্রিশটি ছাত্রী অধ্যয়ন করতেন। প্রতি মাসে বামাবোধিনী পত্রিকার প্রকাশিত সংখ্যা পাঠানো হত।
আচার অনুষ্ঠান : বাংলাদেশে হিন্দু সমাজের নারীদের যেসব আচার অনুষ্ঠান ছিল সেইগুলি হল ভাইফৌটা, রাখিবন্ধন বিভিন্ন ব্রত প্রভৃতি ।

মূল্যায়ন : শিক্ষাক্ষেত্রে নারী সমাজের অবদান ছিল অনস্বীকার্য।