টীকা : ডেভিড হোয়ার। -অথবা- পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে লেখো।

টীকা : ডেভিড হোয়ার
      অথবা
পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে লেখো।
উত্তর : ভূমিকা : ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি ব্যবসায়ী। স্কটল্যান্ড থেকে এসে ভারতে কলকাতায় বসেন আর দেশে ফিরে যাননি তিনি।
শিক্ষাবিস্তারে তার অবদান :
হিন্দু কলেজ : ১৮১৭ খ্রি. “হিন্দু কলেজ’ ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। রাজা রামমোহন রায় তাকে সহযোগিতা করেন। এই বিষয়ে কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে সাহায্য করেন।

বই প্রকাশ : ডেভিড হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় বই প্রকাশ করে সহজ করেন।
ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা : ১৮১৮ খ্রি. ডেভিড হেয়ার-এর সাহায্যে “ক্যালকাটা স্কুল বুক সোসাইটি” প্রতিষ্ঠা হয়।
ক্যালকাটা স্কুলবুক সোসাইটির উদ্দেশ্য : ১. কলকাতার আশপাশের স্কুলগুলিকে উন্নত করা।
২. অনেক জায়গায় নতুন স্কুল স্থাপন।