টীকা : ইলবার্ট বিল।

টীকা : ইলবার্ট বিল।
 
উত্তর : ভূমিকা : ভারত প্রচলিত বিচার ব্যবস্থার বৈষম্য দূর করার উদ্দেশ্যে বিচার বিভাগে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা দানের উদ্দেশ্যে লর্ড রিপনের পরামর্শে তার আইন সূচিত হল ইলবার্ট বিল নামে পরিচিত।
 
ইলবার্ট বিল কী : পূর্বে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয় আসামীর বিচার করতে পারত না। বড়োলাট রিপনের পরামর্শে তার আইনসচিব কোর্টনে ইলবার্ট এই অসাম্য দূর করার জন্য একটি বিল রচনা করেন৷ ইলবার্টের নামানুসারে এই বিলটি “ইলবার্ট বিল” নামে পরিচিত।
ইলবার্ট বিল আন্দোলন : এই বিলের বিরুদ্ধে ইংরেজরা ডিফেন্স আ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন শুরু করে। বিলটি যাতে আইনে পরিণত না হয় তার সকল প্রচেষ্টা ইংরেজরা করে।
 
 ইলবার্ট বিলের গুরুত্ব :
১. ইলবার্ট বিল আন্দোলন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ভিত রচনা করতে কিছুটা হলেও সাহায্য করে।
২. ইলবার্ট বিল আন্দোলন থেকে ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে।
৩. এই আন্দোলনের ফলে ভারতীয় ও ইউরোপীয়দের মধ্যে জাতিবৈরিতা বৃদ্ধি পায়।
৪. ইংরেজরা যে তাদের সামান্য স্বার্থও ছাড়তে রাজি নয়, তা ভারতীয়রা বুঝতে পারে।
 
৫. ভারতে জাতীয়তাবাদ বিকশিত হয়।
 
উপসংহার : এঁতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন, “ভারতের রাজনৈতিক অগ্রগতিতে ইলবার্ট বিলের মুখ্য ভূমিকা ছিল। এঁতিহাসিক এস. গোপাল ‘The Vicaroyaltry of Lord Ripon গ্রন্থে ইলবার্ট বিল আন্দোলনকে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের উষাকাল বলেছেন।