জেনারেল নলেজ: পশ্চিমবঙ্গে প্রথম | The first woman of West Bengal

পশ্চিমবঙ্গে প্রথম 

  1. পশ্চিমবঙ্গে প্রথম মহিলা রাজ্যপাল – পদ্মজা নাইডু (১৯৫৬-১৯৬৭)। 
  2. পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জি (২০১১-বর্তমান)।

3. পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যের মন্ত্রী । – রেণুকা রায়।

  1. পশ্চিমবঙ্গে প্রথম বিমান চালিকা। – দুর্বা বন্দ্যোপাধ্যায়।

5. পশ্চিমবঙ্গে প্রথম হাইকোর্টের বিচারপতি – পদ্ম খাস্তগীর ও মঞ্জুলা বসু।

6. পশ্চিমবঙ্গে প্রথম পত্রিকার সম্পাদিকা – ভুবনমােহিনী দেবী।

  1. পশ্চিমবঙ্গে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য – ডঃ রমা চৌধুরী (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়)।
  2. পশ্চিমবঙ্গে প্রথম এমএ পাশ মহিলা – রাণু ঘােষ।
  3. পশ্চিমবঙ্গে প্রথম ওকালতি করেন। – রেজিনা গুহ।
  4. পশ্চিমবঙ্গে প্রথম অবৈতনিক ম্যাজিস্ট্রেট – প্রভা বন্দ্যোপাধ্যায়।
  5. পশ্চিমবঙ্গে প্রথম ডিএসসি উপাধি প্রাপক – অসীমা চট্টোপাধ্যায়।

12.পশ্চিমবঙ্গে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার – ইলা মজুমদার।

13. পশ্চিমবঙ্গে ইংরেজি ভাষায় কবিতা রচনাকারী মহিলা – তরু দত্ত।

  1. ইংল্যান্ড যাত্রাকারী পশ্চিমবঙ্গে প্রথম মহিলা – তরু দত্ত, চন্দ্রলেখা বসু এবং অরু দত্ত।
  2. পশ্চিমবঙ্গে  বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপক – সুরমা মিত্র।

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”418″ order=”desc”]