গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল

 চতুর্থ অধ্যায় 

সংঘবদ্ধতার গােড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”559″ order=”desc”]

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান ৪

গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

উত্তর: ভারতবাসীর স্বদেশচিন্তা কেবলমাত্র কাব্য, নাটক, উপন্যাস আর প্রবন্ধের রেখায় প্রকাশিত হয়নি; ভারতীয় চিত্রকলাতেও সেদিন লেগেছিল স্বাদেশিকতার ছোঁয়া। শিল্পী গগনেক্ষ্ম ন্দ্রনাথের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শােষণ ও অনাচারের বাস্তবরূপটি যথার্থই ফুটে উঠেছে।

বিভিন্ন ব্যঙ্গচিত্র: গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সংকলনগুলির মধ্যে বিরূপ বজ্র’, নয়া হুল্লোড়’ ও ‘অদ্ভুত লােক’ বিশেষ উল্লেখযােগ্য। আর তাঁর আঁকা ব্যঙ্গচিত্রগুলির মধ্যে ‘জাতাসুর’, ‘পরভূতের কাকলি’, ‘বিদ্যার কারখানা’, বাকযন্ত্র বিশেষ উল্লেখযােগ্য।

বিষয়বস্তু: জাতীয়তাবােধ তথা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরােধিতা গগনেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্র আঁকতে অনুপ্রাণিত করেছিল। চিত্রকর গগনেন্দ্রনাথ দেশবাসীর দুঃখ-কষ্টে নির্লিপ্ত থাকতে পারেননি। স্বদেশি নেতাদের বিচ্যুতিও তার ব্যঙ্গের চাবুক থেকে রেহাই পায়নি।

উচ্চবর্ণের সমালােচনা: সমাজপতিদের অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও স্বার্থপরতা কীভাবে সামাজিক ঐক্যের পথে অন্তরায় ছিল তার ব্যঙ্গাত্মক বাস্তবচিত্র এঁকেছেন জাতাসুর’ নামক চিত্রে। চিত্রটিতে দেখা যায়, একটি বিরাট আকারের জাতার ওপর বসে হােম ও পূজা-আহ্নিক করছেন মুণ্ডিত মস্তক বিশিষ্ট একব্রাত্মণ, যার হাতে রয়েছে পুঁথি।জাতাটি ঘঘারাচ্ছে হাস্যরত এক নরকঙ্কাল, আর জাতার নীচে পিষ্ট হচ্ছে অসংখ্য নিম্নবর্ণের মানুষ। তার খলব্রাত্মণ’ চিত্রেও সমাজ-পতিদের বিরুদ্ধে নির্মম সমালােচনা ফুটে উঠেছে।

ঔপনিবেশিক শাসনের সমালােচনা: বাঙালি সমাজের ইংরেজ প্রীতি এবং ঔপনিবেশিক শাসনের কঠোর সমালােচনা ধরা পড়েছে তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে। ‘চোর’ চিত্রে দেখা যায় দশাশয়ী পুলিশ শীত বস্ত্রে সুরক্ষিত, কিন্তু ঠান্ডায় কাঁপছে স্বল্পবাসী দরিদ্র ভারতীয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে তার আঁকা ব্যঙ্গচিত্রেও ঔপনিবেশিক শাসনের স্বরূপ উন্মােচন করেছেন।

বাবুসংস্কৃতি ও পাশ্চাত্যানুরাগের সমালােচনা: ব্রিটিশ শাসনকালে বাবু’ নামে পরিচিত শিক্ষিত ও পাশ্চাত্যানুরাগী এক শ্রেণির মানুষের সমালােচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথের চিত্রে। বল রুম ড্যান্স’ নামক একটি চিত্রে দেখা যায়, একজন বাঙালি নারী বাংলার শাড়ি ও ইউরােপীয় জুতাে পরে ইউরােপীয় পুরুষের সাথে নৃত্যরত।

মন্তব্য: গভীর সমাজচেতনা এবং সাম্রাজ্যবাদ বিরােধী মানসিকতায় গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি অনবদ্য। স্বয়ং রবীন্দ্রনাথ ভ্রাতুস্পুত্র গগনেন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন- “তুলির এক টানে ব্রিটিশ গভর্নমেন্টকে ব্যতিব্যস্ত করে তুলেছে, আর সেইসঙ্গে দেশকেও টেনে তুলেছে।”


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”555″ order=”desc”]

Madhyamik History Notes

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]

Madhyamik Suggestion

[su_posts template=”templates/list-loop.php” tax_term=”559″ order=”desc”]

Madhyamik Result & Routine

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ tax_term=”1091″ order=”desc”]