কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। অথবা- টিকা লেখো : কোল বিদ্রোহ।

কোল বিদ্রোহের কারণ আলোচনা করো।
      অথবা
টিকা লেখো : কোল বিদ্রোহ।

উত্তর : ভূমিকা : ওপনিবেশিক আমলে সংঘটিত উপজাতি বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল কোল বিদ্রোহ। এরা বিহারের ছোটোনাগপুর অঞলে বসবাস করত। এরা নিজস্ব আইনকানুন দ্বারা চালিত হত।
কারণ : কোল বিদ্রোহের কয়েকটি উল্লেখযোগ্য কারণ হল-_
১। রাজস্ব নির্ধারণ : ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটোনাগপুরের শাসনভার ১৮২০ খ্রিস্টাব্দে গ্রহণ করে। রাজস্ব আদায়ের জন্য মহাজনদের ইজারা দেওয়া হলে তারা উচ্চহারে রাজস্ব নির্ধারণ করে।
২। আফিম চাষ : দিকুরা বলপ্রয়োগ করে এই উপজাতিদের দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে আফিম চাষ করাত।
৩। অধিকারহরণ : কোলদের নিজস্ব আইনকানুন ছিল। ব্রিটিশ সরকারের নতুন অরণ্য আইনের আওতায় কোলদের নিয়ে আসা হলে তারা ক্ষুব্ধ হয়।
৪। নির্মম অত্যাচার : দিকু অর্থাৎ বহিরাগত মহাজন। তারা কর আদায় করতে গিয়ে কোলদের ওপর নির্মম অত্যাচার চালায় ফলে কোলেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

উপসংহার : ১৮৩১-৩২ থ্রিঃ সংঘটিত কোল বিদ্রোহে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা নেতৃত্ব দেয়। ধীরে ধীরে এই বিদ্রোহ বিস্তীর্ণ অঞ্জলে ছড়িয়ে পড়ে।