ঐ সবুজের ভীষণ দরকার ঐ সবুজ বলতে কী বােঝানাে হয়েছে? তার দরকার কেন? class 12

রচনাধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ১৫০টি শব্দে): মান-৫

৩. ৪ ঐ সবুজের ভীষণ দরকার ঐ সবুজ বলতে কী বােঝানাে হয়েছে? তার দরকার কেন? ২+৩

 উ: ‘আমি দেখি’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহর জীবনের রুক্ষ্ম, বিবর্ণ পরিবেশে সবুজ প্রকৃতি পাওয়ার আকুলতা ব্যক্ত করেছেন। নাগরিক জীবনের শুষ্কতা ও ধূসরতার মলিনতাকে ঢেকে দিতে পারে একমাত্র সবুজ প্রকৃতি।

সবুজই পারে শহরের অসুখকে নিরাময় করতে। তাই শহরের বুকে সবুজের অভিযান কামনা করেছেন কবি। ঐ সবুজ বলতে অরণ্য ভূমির প্রাণপ্রাচুর্যে ভরা প্রাকৃতি সেই সবুজকেই বুঝিয়েছেন কবি।

সবুজ ধ্বংস করা শহুরে অসুখে কবি ক্লান্ত বােধ করেন। শহর জীবনে আবদ্ধ থাকতে তাঁর সবুজ মন ক্রমশ ফি হয়ে যায়। জঙ্গলের প্রাণবন্ত অরণ্যভূমি তাই কবিকে হাতছানি দেয়।

বহুদিন তিনি জঙ্গলে যাননি। শহরের কংক্রিটে তার মন সবুজের সতেজতা চায়। যন্ত্র সভ্যতার বিবর্ণতায় ও কৃত্রিমতায় মুক্তির আশ্রয় হিসাবে সবুজকেই আঁকড়ে ধরতে চেয়েছেন কবি।

সবুজ হীন পরিবেশ কবির শরীর ও মনকে অসুস্থ করে গেলে। তাই সতেজ সবুজের ভীষণ দরকার। কারণ চোখ তাে সবুজ চায় / দেহ চায় সবুজ বাগান।

wbanswer.cpm


[su_posts template=”templates/single-post.php” tax_term=”3″ order=”desc”]