উদ্বাড়নদের সমস্যা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো।

উদ্বাড়নদের সমস্যা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর : ১৯৪৬ খ্রিঃ সাম্প্রদায়িক হানাহানি, ১৯৪৭ খ্রিঃ দেশভাগ, নিরাপত্তার অভাব প্রভৃতি ঘটনা ও আতঙ্ক বিপুল সংখ্যক মানুষকে বাস্তুহারা করে। তারপর দেশভাগ হয় এই দেশভাগ কমিটির সঙ্গে অঙ্জাঅর্জীভাবে জড়িত উদ্বাস্তু কথাটি। দেশ ভাগের ফলে নিরাপত্তাজনিত কারণ বা ধর্মিয় বা সাংস্কৃতিক কারণ যখন নাগীরকরা মাতৃভূমি পরিত্যাগ করে অন্যদেশে আশ্রয় নেয় তখন তারা উদ্বাস্তু নামে পরিচিত। উদ্বাস্তুরা মূলত ছিন্নমূল মানুষ উদ্বাস্তুরা অধিকাংশক্ষেত্রেই জাতিবিচ্ছেদের শিকার হয় বা অত্যাচারিত হয়। ১৯৪৬ খ্রিঃ ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের দিন থেকে সাম্প্রদায়ী দাঙ্গা শুরু হয়। পূর্ব বাংলা, বিহার, যু্তপ্রদেশ, বোশ্বাই অঞলে এমনকি পাঞ্জাবেও তা ছড়িয়ে পড়ে। দেশভাগ ও সীমানা নির্ধারিত হলে ভারতে মুসলিম ও পাকিস্তানে কিছু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তার অভাব বোধ করে। এইসব কারণে ভারত থেকে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে চলে আসা হিন্দুরা ভারতে সহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয়। এইভাবেই উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়।