আমার দরকার শুধু গাছ দেখা’ – বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন? (class 12 Bengali)

রচনাধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ১৫০টি শব্দে): মান-৫

“আমার দরকার শুধু গাছ দেখা’ – বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?

উ: প্রকৃতি প্রেমের কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন কবি স্বয়ং। প্রকৃতির প্রতি অগাধ ভালােবাসায় কবি মন সবুজ খোঁজে সবুজের শ্যামলিমা গায়ে মেখে কবি শহরের ক্লেদাক্তকে ভুলতে চান। শহর জীবন কবিকে শান্তি দেয়নি।

দেয়নি মনের সজীবতা। শরীরের আরােগ্যের জন্য এবং মানসিকভাবে সজীব থাকার জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়ােজন।জঙ্গলের বনগন্ধী সংস্রব থেকে বহুদিন বিচ্ছিন্ন হয়ে কবি শহর জীবনে অভ্যস্ত হয়েছেন। কিন্তু অরণ্য তাঁকে হাতছানি দেয়, সবুজের স্পর্শ পেতে চায় মন। শুধু গাছ আর গাছের সবুজকে তিনি নয়নে মনে শরীরে সুনিবিড়ভাবে উপলব্ধি করতে চান।

শহর থেকে নির্বিচারে সবুজ কেটে ধ্বংস করার আগ্রাসন কবিকে ব্যাথিত করে।নগরের রােগাক্রান্ত জনসমাজের
একজন হয়ে কবি সেই যন্ত্রণার শরিক হন। তিনি অনুভব করেছেন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’। শহরের এই ক্রনিক ব্যাধির একমাত্র উপায় যেন বৃক্ষ।

বহুদিন জঙ্গলে যেতে না পারার আক্ষেপ থেকে কবি তাই বলেন, গাছগুলাে তুলে আনাে, বাগানে বসাও। যে গাছকে আর গাছের সবুজকে তিনি দুচোখ ভরে দেখতে চান। কিন্তু নগরের মুমুর্ষ মানুষদের মুক্তি লাভের জন্যই কবি দিয়ে যেতে চান সবুজের সুনিবিড় স্পর্শ।



 

[su_posts template=”templates/single-post.php” tax_term=”298″ order=”desc”]