আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য [Differencebetween International Relations and International Politics

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য [Difference between International Relations and International Politics]

উপরিউক্ত আলােচনার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যেসব পার্থক্য রয়েছে, সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল—
      1] পরিধিগত পার্থক্য : আন্তর্জাতিক রাজনীতির আলােচনাক্ষেত্রের পরিধি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের। আলােচনাক্ষেত্রের পরিধি অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্পর্ক বহু ও বিভিন্ন বিষয় নিয়ে আলােচনা করে। রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলি যেমন এর আলােচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ও তার আলােচনাক্ষেত্রের মধ্যে পড়ে। তা ছাড়া, অরাজনৈতিক বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কেবল রাজনৈতিক বিষয় নিয়ে আলােচনার পক্ষপাতী। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্ক নিয়ে তা মাথা ঘামায় না। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পামার

ও পারকিন বলেছেন যে, আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি ব্যাপক। কারণ, রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে তা আলােচনা করে। তারা আন্তর্জাতিক সমাজের রাজনীতিকেই আন্তর্জাতিক রাজনীতি বলে চিহ্নিত করেছেন। হলসটির মতে, আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া, আন্তর্জাতিক নীতিবােধ, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক পর্যটন ও মানবজাতির কল্যাণসাধনের নানাবিধ উপায় প্রভৃতি নিয়ে আলােচনা করে। কিন্তু সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসুচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে আন্তর্জাতিক রাজনীতি বিচারবিশ্লেষণ করে থাকে। তাই পামার ও পারকিনস অত্যন্ত সঠিকভাবে আন্তর্জাতিক রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্কসূচির একটি অংশ বলে। চিহ্নিত করেছেন। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের পার্থক্য নিরূপণ করতে গিয়ে সি, এফ, অলজার (C. E. Alger) বলেছেন যে, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, অর্থনীতি, আইন, যােগাযােগ ব্যবস্থা, সংগঠন, বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয় নিয়ে আলােচনা করে। কিন্তু বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি হল আন্তর্জাতিক রাজনীতির বিবেচ্য বিষয়। তাই আন্তর্জাতিক রাজনীতিকে তিনি আন্তর্জাতিক সম্পর্কের একটি উপ-আলােচনাক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন।
2। আলোচনার বিষয়বস্তুগত ক্ষেত্রে পার্থক্য: বাস্তববাদী তত্ত্ব (Realist Theory)-এর প্রবক্তা মর্গেনথাউ। আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বােঝাতে চেয়েছেন। অন্যভাবে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, বিরােধ ও সংঘর্ষ নিয়ে আলােচনা করে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বলতে সহযােগিতা ও প্রতিযােগিতা, শত্রতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় প্রতিকে বােঝায়। বস্তুত, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযােগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক যেমন আলােচনা করে, তেমনি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযােগিতা, মিত্রতা ও সমন্বয়সাধনের বিষয়গলিও তার। আলােচ্য বিষয়সচির অন্তর্ভুক্ত। সুতরাং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের কোন কোন দিক আলােচনা করা হবে, তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তজাতিক রাজনীতির যথেষ্ট পার্থক্য রয়েছে। । সুতরাং বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের আলােচ্য বিষয়বস্তু যথেষ্ট ব্যাপক হলেও আন্তর্জাতিক রাজনীতির। বিষয়বস্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। তবে এ কথা সত্য যে, আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি। অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকে আন্তর্জাতিক সম্পর্কের সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা যায়।