আধুনিক ইতিহাসচরচার বৈচিত্র্য সম্পর্কে আলোচন৷ করো।অথবাআধুনিক ইতিহাসচরচা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে?অথবাটীকা : আধুনিক ইতিহাসচচা।

আধুনিক ইতিহাসচরচার বৈচিত্র্য সম্পর্কে আলোচন৷ করো।
               অথবা
আধুনিক ইতিহাসচরচা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে?
               অথবা
টীকা : আধুনিক ইতিহাসচচা।
উত্তর : ভূমিকা : ইতিহাস হল মানুষের কাহিনি, মানুষের এগিয়ে চলার কাহিনি, জয়যাত্রার কাহিনি, এই কাহিনির ব্যাখ্যা ও গবেষণা করেন এঁতিহাসিকেরা, এঁতিহাসিকদের কাজকে বলা হয় ইতিহাস চর্চা।

ইতিহাসচর্চার বৈশিষ্ট্য : ইতিহাস বহমান, তাই নির্দিষ্ট স্থান ও কালের সীমানার মধ্যে ইতিহাসকে আবদ্ধ রাখা যায় না। এর জন্য কোনো কোনো এঁতিহাসিকও বিশ্বজনীন ইতিহাসের কথা বলেছেন। অনেকে আবার অনুন্নত জাতি গোষ্ঠি বা নিশ্নবর্গের ইতিহাসচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন।

সামাজিক ইতিহাস : সমাজের দরিদ্র কৃষক, শ্রমিক, খেতমজুর সবাইকে নিয়েই নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়েছে।

খেলার ইতিহাস : বর্তমানে খেলাকে দেশ এবং জাতির সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন–ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা।

খাদ্যাভায ইতিহাস : মানুষ খাদ্য ছাড়া বাচতে পারে না। তাই যুগ যুগ ধরে একই রকম ভাবে খাদ্যের জন্য সংগ্রাম বা লড়াই করে জলবায়ু ও পরিবেশের ওপর নির্ভর করে প্রথমে গাছের ফলমূল খায় পরে মাছ জীবজন্তু খাবার খেতে শুরু করে।

পোশাক পরিচ্ছদ : সৃষ্টির প্রথমে কোনো পোশাক ছিল না। পুরোনো পাথরের যুগে মানুষ পশুর চামড়া ও গাছের ছাল পরিধান করত। পরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্পাস ও পশমের বস্ত্র ব্যবহার শুরু হয়।

মূল্যায়ন : খেলাধূলা যদিও বিনোদন তবুও সমাজ সংস্কৃতির একটি অঙ্া। মানুষ দেশ ও জাতির প্রতিফলন ঘটে এই খেলার মাধ্যমে।