ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিকও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালােচনা
বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান 8
সারাভারত কিষান সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: কৃষিপ্রধান দেশ ভারতের জনসংখ্যার বৃহত্তম অংশ কৃষক সমাজকে গণআন্দোলনে সামিল করার সচেতন প্রচেষ্টা শুরু হয় মােটামুটি ১৯২০-৩০ এর দশকে। সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ কংগ্রেসের কিছু যুবনেতা কৃষক আন্দোলনগুলিকে সংগঠিত করতে প্রয়াসী হয়। ইতিহাসের এই সন্ধিক্ষণে আবির্ভূত হয়, সারাভারত ক্যিান সভা।
প্রতিষ্ঠা: ১৯৩০-এর দশকের গােড়া থেকেই বাংলা, বিহার, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অঞ্চলে প্রাদেশিক কিষান সভা গড়ে উঠতে থাকলেও ১৯৩৬ খ্রিস্টাব্দে লক্ষ্ণৌতে ‘নিখিল ভারত কিষান সভা’র প্রথম অধিবেশন বসে। সভাপতি মনােনীত হন স্বামী সহজানন্দ সরস্বতী, আর সম্পাদক নিযুক্ত হন এন. জি. রঙ্গ।
উদ্দেশ্য : ১৯৩৬ সালের আগস্ট মাসে সারাভারত কিষান সভার তরফ থেকে যে ইস্তাহার প্রকাশিত হয়, তা থেকে এই সংগঠনের উদ্দেশ্যগুলি সুস্পষ্ট হয়ে ওঠে
(i) জমিদারি ও মহাজনি প্রথার বিলােপ, ভূমি রাজস্ব ও খাজনার পরিমাণ হ্রাস, বেগার প্রথার অবসান, অরণ্যচারীদের বনজ সম্পদ আরােহণের চিরাচরিত অধিকারের পুনঃপ্রতিষ্ঠা, সেচ ব্যবস্থার প্রসার প্রভৃতি দাবি আদায়।
এবং.(ii) জাতীয় মুক্তি আন্দোলনে কৃষক শ্রেণির প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা।
মন্তব্য : ভারতে কৃষক আন্দোলনের ইতিহাসে কিষান সভার প্রতিষ্ঠা এক স্মরণীয় ঘটনা। এর মাধ্যমে চিরাচরিত ভারতীয় কৃষি ব্যবস্থায় কোনাে মৌলিক পরিবর্তন সূচিত না হলেও এর দ্বারা কৃষক শ্রেণির রাজনৈতিক সচেতনতা বহুগুণ বৃদ্ধি পায় এবং তারা একটি সংঘবদ্ধ শ্রেণিরূপে আবির্ভূত হয়।
- মাধ্যমিক ইতিহাস উত্তর সহ সাজেশন ফ্রী | Madhyamik History suggestion 2021
- প্রতিরােধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় নোট
Madhyamik History Notes
- উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাম্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ?
- শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী | উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলােচনা করাে
- বামাবােধিনী পত্রিকা কিভাবে নারীসমাজের মুখপত্রে পরিণত হয়েছিল?
- গ্রামবার্তা প্রকাশিকা’য় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে?
- নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
- গাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।
- এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল?
- স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো
- ভারত ছাড়াে আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করাে | মাধ্যমিক |
- মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখাে | বৈশিষ্ট্য ও পর্যালােচনা | মাধ্যমিক
Madhyamik Suggestion
- Madhyamik Life Science suggestion 2022 PDF
- Madhyamik Bengali Suggestion 2021 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন 2021 [Part-1]
- Madhyamik Physical Science Suggestion 2021 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021
- Madhyamik Geography suggestion 2021 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন (Part-1)
- মাধ্যমিক ইতিহাস উত্তর সহ সাজেশন ফ্রী | Madhyamik History suggestion 2021
- Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ [PDF]