রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০

রাষ্ট্রবিজ্ঞান
রাষ্ট্রবিজ্ঞান

Page.no AC 103

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।


 

১। ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে চলেছিল
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন এর মধ্যে।

২। Proxy war কী ?
উঃ- সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘােষনা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকে Proxy war বলে।

৩। NAM এর পুরাে অর্থ কী।
উঃ- Non-Aligned Movement,

অথবা, জি-৭৭ বলতে কী বােঝাে?
উঃ- G-77হল সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা। উন্নয়নশীল দেশগুলির। অর্থনৈতিক ও বানিজ্যক স্বার্থরক্ষার উদ্দেশ্যে ১৯৬৪ সালে এটি গঠন করা হয়।

৪। পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ- ভারত চীনের মধ্যে।

৫। ASEAN এর পুরাে অর্থ কী ?
উঃ- Association of South East Asian Nation,

অথবা, সার্কের প্রতিষ্ঠা কবে হয় ?
উঃ- ১৯৮৫ সালে।

৬। BRICS কী ?
উঃ- BRICS হল ব্রাজিল, রাশিয়া, ভারত চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। গঠিত উন্নয়নশীল দেশগুলির জাতীয় অর্থনীতি বিকাশের একটি সংস্থা।

৭।সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে ?
উঃ- ১১১টি।

৮। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কী ?
উঃ- নিরাপত্তা পরিষদের যেকোনাে স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভােটকে ভেটো বলে।

অথবা, UNESCO কী ?
উঃ- অর্থনৈতিক সামাজিক পরিষদের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি বিশেষজ্ঞ সংস্থা।

৯। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ?
উঃ- অ্যান্টোলিভ গুটারেস।

অথবা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ উল্লেখ কেরাে।
উঃ- ১) বিভিন্ন প্রতিবেদন সাধারণ সভায় উত্থাপন করা। ২) মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষন করা।

১০। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী ?
উঃ- লীগ অব নেশনস।

১১। স্থায়ী প্রশাসক বলতে কী বােঝ?
উঃ- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনের অরাজনৈতিক অংশ যারা প্রতিযােগিতা। মলক পরীক্ষার দ্বারা মেধার ভিত্তিতে নিযুক্ত স্থায়ী স্টাফ তাদের স্থায়ী প্রশাসক বলে।

অথবা, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উঃ- আইনসভা এককক্ষ বিশিষ্ট হলে স্বৈরাচারী আইন প্রণয়ন হয়।

১২। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও।
উঃ- আইনসভা অনেক সময়ে নানা কারণে কোনাে আইনের মূল কাঠামাে তৈরি করে তার পুঙ্খানুপুঙ্খ রূপায়নের দায়িত্ব দেয় শাসন বিভাগকে।শাসন বিভাগ যখন এই ক্ষমতাবলে সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করে তখন তাকে বলে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন।

১৩। কিচেন ক্যাবিনেট বলতে কী বােঝাে?
উঃ- কিচেন ক্যাবিনেট বলতে বুঝি প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত দুই তিন জন মন্ত্রীকে নিয়ে যে ছােট একটি অভ্যন্তরীন ক্যাবিনেট গড়ে ওঠে তাকে কিচেন ক্যাবিনেট বলে।

অথবা,ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করাে।
উঃ- বিধানসভার নেতা বা নেত্রী ও রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে কার্য সম্পাদন করা।

১৪। ভারতের সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন ?
উঃ- রাষ্ট্রপতি।

১৫। গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখাে।
উঃ- ক)কেন্দ্র ও রাজ্য সরকারের সাহয্যে অণুদান ও ঋণ এবং খ) জমি ও ঘরবাড়ির উপর কর থেকে প্রাপ্ত আয়।

১৬। বারাে কমিটি কী ?
উঃ- বৃহদায়তন পৌরসভাগুলিতে সন্নিহিত কতকগুলি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বােরাে কমিটি বলা হয়।

অথবা, ৭৪ তম সংবিধান সংশােধনের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উঃ- ১) শহরাঞ্চলে তিনধরনের স্থানীয় সরকার যথা নগর পঞ্চায়েত পৌর পরিষদ পৌরনিগম গঠনের কথা বলা হয়েছে। ২) পৌরসভার মােট আসনের এক তৃতীয়াংশ তপশিলি হাতি ও উপহাতির মহিলাদের জন্য সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে।


রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ ABTA Page no. AC 135 ২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ? উঃ- পুজিবাদি ও সমাজতান্ত্রিক শিবির থেকে সমদূরত্ব বজায় রেখে স্বাধীন বিদেশ নীতি অনুসরন করা। অথবা, NAM এর একটি নীতি উল্লেখ করাে। উঃ- জোটনিরেপেক্ষ আন্দোলনের অন্যতম একটি নীতি হল সদস্য রাষ্ট্রগুলি … Read more

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ Page.no AC 103 ২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।   ১। ঠান্ডা যুদ্ধ কোন কোন জোটের মধ্যে চলেছিল উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন এর মধ্যে। ২। Proxy war কী ? উঃ- সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘােষনা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকে Proxy war বলে। ৩। … Read more

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ABTA Page no. AC 1 ২।নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও(বিকল্পনীয় প্রশ্নগুলি লক্ষনীয়) ১।১৯৯২ সালের কোন সংবিধান সংশােধনী আইন গ্রামীণ স্থায়ত্বশাসনের সাথে জড়িত? উঃ- ১৯৯২ সালের ৭৩ তম সংবিধান সংশােধনী আইন গ্রামীণ স্থায়ত্বশাসনের সাথে জড়িত। অথবা– সপারিষদ মেয়রের মােট সদস্য সংখ্যা কত? উঃ- সপারিষদ মেয়রের মােট সদস্য সংখ্যা ১২ জন। ২। … Read more

রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী SAQ সাজেশন ২০২০

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: প্রতিটির মান-১ ১। ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থা কাদেরনিয়ে গঠিত হয়। উ: ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষের নির্বাচিত সদস্য রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যগণনিয়ে ভারতের রাষ্ট্রপতির নির্বাচকসংস্থাগঠিতহয়। ২। কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? উ: ইমপিচমেন্ট” পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? ৩। ভারতের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা … Read more


Bengali Song Lyrics

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান
রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান