কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর [Class 12]
কে বাঁচায় কে বাঁচে (MCQ) |
কে বাঁচায় কে বাঁচে (SAQ) |
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer |
Higher Secondary Bengali Exam Preparation |
প্রশ্ন ৯। মৃত্যুঞ্জয়েৱ ৱকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।—মৃত্যুঞ্জয়েৱ কী এমন দেখেছে যে, তা নিখিলেৱ অনুমানের কারণ হয়েছে? ‘বড় একটা সমস্যা কী? সে সমস্যার সঙ্গে কীৱকম সংঘাত হয়েছে বলে নিখিলের অনুমান? [5]
উ: অনুমানের কারণ: অফিসে মৃত্যুঞ্জয় যে কুঠরিতে বসে, তার পাশের কুঠরিতে বসে নিখিল। সে মৃত্যুঞ্জয়ের সমপদস্থ সহকর্মী, বন্ধুতুল্য। মৃত্যুঞ্জয়ের খবর নেওয়ার জন্য পাশের কুঠরি থেকে নিখিল আসে। সে যখন আসে, মৃত্যুঞ্জয় তখন কলঘর থেকে ফিরে কাচের গ্লাসে জলপান করছে। গ্লাস খালি হলে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। এরকম অবস্থায় নিখিল মৃত্যুঞ্জয়কে দেখে। প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয় তখনও মানসিক বেদনাবােধ ও শারীরিক কষ্টজনিত অসুস্থতা পুরােপুরি সামলে উঠতে পারেনি। হতে পারে বমি করার যে ধকল, শরীর তখনও সয়ে নিতে পারেনি। সেগুলির ছাপ থেকে গেছে তার দেহে ও মনে। দেয়ালে প্রসারিত তার শূন্যদৃষ্টিতে, তার প্রতিফলন ধরা পড়ছে। মৃত্যুঞ্জয়ের দৈনন্দিন অফিসজীবনে নিখিল এমনটা তাে দেখেনি কখনও। আজ ব্যতিক্রম দেখে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগছে বলেই নিখিল অনুমান করছে।
বড়াে সমস্যা: বড়াে সমস্যাটা হল, ফুটপাথে অনাহারে মরার দৃশ্যটা সরাসরি দেখা। মৃত্যুঞ্জয়ের জীবনে এটা প্রথম দর্শন। দেখার কারণে তার মন রীতিমতাে আহত ও মনে তার প্রচণ্ড বেদনাবােধ। মৃত্যুঞ্জয় মােটা মাইনের অফিস চাকুরে, উচ্চবিত্ত। মাটিতে তার পা পড়ে না বললেই চলে। গাড়িতে অফিস যাতায়াত করে। ফুটপাথের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় নেই। বাড়ির পরিবেশ ফুটপাথ- বহির্ভূত অঞ্চলে। বাজার ও কেনাকাটা সামলায় চাকর অথবা ছােটো ভাই। ফুটপাথে নিরন্ন ভুখা মানুষেরা মরছে, এই খবর হয় খবরের কাগজ পড়ে, নয়তাে লােকমুখে শুনে এসেছে এই অবধি। তার কল্পিত চিন্তা ও বােধের সঙ্গে প্রত্যক্ষ দর্শনের আকাশ-জমিন ফারাক তাকে যথেষ্ট নাড়া দিয়েছে। তার আহত মন ব্যথাতুর হয়ে তার শারীরিক কষ্টকে এমন পর্যায়ে এনেছে যে, সে নিজেকে সামলাতে না পেরে বমি করে তার ভূরিভােজের সামগ্রী উগরে দিয়েছে। এই সমস্যার কথা নিখিল জানে না ঠিকই, কিন্তু সমস্যা তাে ছােটোখাটো নয়, বড়ােসড়োই।
সংঘাতেৱ স্বরূপ: সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের মনের এতদিনকার ধারণা ও বােধের যে সংঘর্ষ হয়েছে, নিখিলের তা অনুমেয়। সংঘাতের স্বরূপ বিশ্লেষণ প্রসঙ্গে একটা উপমা উঠে এসেছে তার মনে। মৌমাছি কাচের দেয়ালের ভিতর ঢােকবার জন্য কেবলই মাথা খুঁড়তে থাকে কাচের স্বচ্ছ দেয়ালে। দেয়ালের কঠিন বাধা টপকাতে পারে না বলেই তার মাথা খোঁড়া। নিখিলের মনে হল মৃত্যুঞ্জয়ের যেন একই অবস্থা। কাচের মতাে একটা স্বচ্ছ সাধারণ সমস্যা। খেতে না পেয়ে মরে যাওয়া নিখিলের মতে এক সাধারণ ব্যাপার। অথচ মৃত্যুঞ্জয় অকারণে ওই সমস্যাকে অর্থহীন ও কঠিন করে তুলে কাচের শক্ত দেয়ালে মৌমাছির মাথা খুঁড়ে মরার মতাে মাথা খুঁড়ছে মৃত্যুঞ্জয়। যুক্তিহীন সমস্যার সঙ্গে অহেতুক ও অনুচিত সংঘাত।
১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4] ‘Ans./উত্তর click here
২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো। ‘Ans./উত্তর click here
৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন? ‘Ans./উত্তর click here
৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২] Ans./উত্তর click here
৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২] ‘Ans./উত্তর click here
৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [৫] Ans./উত্তর click here