মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল কৱতে দেখে নিখিল চুপ করে থাকে | উচ্চমাধ্যমিক বাংলা

কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক বাংলা [Class 12]

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer [বড় প্রশ্ন উত্তর]
Higher Secondary Bengali Exam Preparation

প্রশ্ন ১১। মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল কৱতে দেখে নিখিল চুপ করে থাকে।—মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল কৱতে থাকে কেন? চুপ করে থাকা সত্ত্বেও নিখিল বিক্ষুব্ধ চিত্তে কী ভাবতে লাগল লেখাে। [২+৩]

উ: চোখ ছলছল কৱাৱ কারণ: ফুটপাথে অনাহারে মৃত্যুর ঘটনা মৃত্যুঞ্জয়ের মনের ওপর যথেষ্ট আঘাত হেনেছে। তার মনের বেদনাবােধ তার শারীরিক কষ্টের কারণও হয়েছে। ওই বেদনাদায়ক ঘটনা স্বাভাবিক ও সাধারণ ঘটনা বলে তার মনে হয়নি। সে জেনেশুনেও এতকাল নিস্পৃহ ও নিষ্ক্রিয় ছিল, ভূরিভােজ করে সুখেস্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে দিন কাটিয়েছে। এই অমানবিক আচরণের জন্য সে অনুতপ্ত। নিজেকে অপরাধী বলে মনে করে। ওই অপরাধের কী প্রায়শ্চিত্ত হতে পারে, সে-ভাবনায় সে ভাবিত। ওই নির্লজ্জ অমানবিক আচরণের জন্য নিজেকে ধিকৃত করতেও কুণ্ঠিত নয় সে। মনের দিক থেকে অনুতাপে ও অনুশােচনায় এমনই বিদ্ধ যে, তার গলার স্বরে আর্তনাদের প্রকাশ। বেদনাকাতর হৃদয় অশ্রুমুখী। চোখের ছলছল চাহনিতে কান্নার প্রকাশ।

নিখিলেৱ বিক্ষুব্ধ চিত্তের চিন্তাভাবনা: মৃত্যুঞ্জয়ের অশ্রুসজল চোখ দেখে নিখিল চুপ করে থাকে। কিন্তু বিক্ষুদ্ধ চিত্তে ভাবতে গিয়ে তার প্রথমেই মনে হয়, মৃত্যুঞ্জয়ের দরদের ছোঁয়া তাকে যেন প্রভাবিত করছে। তাই তার মনে হয়, এ জগতে দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছুই নেই। তার মনটাও খারাপ হয়ে যায়। তবে তার মনে দেশজোড়া আকালের যে ভয়াবহতা, যে অপরিসীম ক্ষুধার আগুন, তা সমস্ত দেশের সব দরদ, সব সহানুভূতি উজাড় করে ঢেলে দিলেও নিভবে না। বরং ক্ষুধার আগুনকে বেশি করে জ্বেলে দেওয়ার জন্য জ্বালানির কাজ করবে। সে মনে করে, ভিক্ষে দেওয়া অস্বাভাবিক পাপ কাজ, তাকে পুণ্যকাজের মাহাত্ম দিলে বেঁচে থাকার জন্য মানুষের যে অন্নের দাবি, তা কীসে জন্মাবে ? ভিক্ষে দিয়ে কি দেশব্যাপী ক্ষুধার অন্ন মেটানাে যায় ? ভিক্ষায় দুঃখ ঘােচে না, এই যে রূঢ় বাস্তব, সত্য ঘটনা, তাকে উলটোভাবে আধ্যাত্মিক নীতি করে মধুর প্রলেপ দিলে, প্রকৃতপক্ষে তা হয় অনিয়মের নামান্তর। আগুনের দাহিকাশক্তি অসীম ও অনন্ত। তাই চিতার আগুনে কোটি কোটি লােক পােড়ানাের পরেও পৃথিবীতে যত জ্যান্ত মানুষ আছে, তাদের পুড়িয়ে ছাই করার ক্ষমতা চিতার আগুনের আছে। অর্থাৎ, ভুখা মানুষের সর্বগ্রাসী ক্ষুধার আগুন এরকম দাহিকাশক্তিসম্পন্ন। নিখিল এইসব ভাবতে ভাবতে সংবাদপত্রটি হাতে তুলে নেয়। চোখ বুলিয়ে যেতে যেতে দেখে গােটা কুড়ি মৃতদেহের ভালােরকম সঙ্গতি না হওয়ায় হা-হুতাশভরা তীক্ষ্ণধার মন্তব্য করা হয়েছে। তাদের অনাহারে মৃত্যুর ওপর গুরুত্ব না দিয়ে তাদের সঙ্গতির ভালাে ব্যবস্থা না হওয়ার মেকি দরদ ও সহানুভূতি দেখানাে হয়েছে। এই হল এদেশীয় প্রচারমাধ্যমের মহিমা।


 ১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]  Ans./উত্তর click here 

৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২]  ‘Ans./উত্তর click here 

৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here

৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here

৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [৫]  Ans./উত্তর click here

৯। মৃত্যুঞ্জয়ৱ ৱকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।—মৃত্যুঞ্জয়েৱ কী এমন দেখেছে যে, তা নিখিলেৱ অনুমানের কারণ হয়েছে? বড় একটা সমস্যা কী? সে সমস্যার সঙ্গে কীৱকম সঘাত হয়েছে বলে নিখিলের অনুমান? [২+১+২]  Ans./উত্তর click here

১০। নিখিলেৱ মনে হল, মৃত্যুঞ্জয়ৱ ভিতৱটা সে পৱিষ্কার দেখতে পাচ্ছে —এই পৱিষ্কার। দেখা প্রসঙ্গে নিখিল মৃত্যুঞ্জয়ের ধারণা সম্পর্কে যা ভেবেছে তা বিবৃত কৱা। নিখিলের ওই ধারণা যে ঠিক নয়, মৃত্যুঞ্জয়ের জবাবে কীভাবে তা প্রমাণিত হল লেখাে। [২+৩] Ans./উত্তর click here