বহুরূপী
- অসুখী একজন MCQ, অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর,
- Madhyamik Bengali Suggestion 2023 PDF Download | Bangla
১. “আক্ষেপ করেন হরিদা “আক্ষেপের কারণ—
(ক) সন্ন্যাসীকে না দেখতে পারা
(খ) সন্ন্যাসীর আশীর্বাদ না পাওয়া
(গ) সন্ন্যাসীর পায়ের ধুলাে না নেওয়া
(ঘ) জগদীশবাবুর কাছ থেকে টাকা না পাওয়া
২. জগদীশবাবু সন্ন্যাসীকে দিয়েছিলেন—
(ক) কাঠের খড়ম
(খ) সােনার খড়ম
গ) রুপাের খড়ম
(ঘ) গীতা বই
৩. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ-
(ক) দশ লক্ষ টাকা
(খ) এক কোটি টাকা
(গ) দশ কোটি টাকা
(ঘ) এগারাে লক্ষ টাকা
৪, বিরাগীর ঝোলার মধ্যে ছিল একটি-
(ক) আমলকী
(খ) গীতা
(গ) মহাভারত
(ঘ) রুদ্রাক্ষের মালা
৫, নকল পুলিশ হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিল-
(ক) আট টাকা দশ আনা
(খ) আট আনা
(গ) চার আনা
(ঘ) ষোল আনা
৬. বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন—
(ক) একটি খড়ম
(খ) ঠান্ডা জল
(গ) তীর্থ ভ্রমণের টাকা
(ঘ) বাণী শুনতে
৭. হরিদার উনুনে চাপানাে হাঁড়িতে অনেক সময় ভাতের বদলে ফোটে-
(ক) জল
(খ) দুধ
(গ) খিচুড়ি
(ঘ) খৈ
৮, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন—
(ক) সাত দিন
(খ) পাঁচ দিন
গ) তিন দিন
(ঘ) একদিন
৯. ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’—জিনিসটি হলাে—
(ক) সােনার বােল লাগানাে কাঠের খড়ম
(খ) সন্ন্যাসীর দর্শন
(গ) সন্ন্যাসীর আশীর্বাদ
(ঘ) সন্ন্যাসীর পায়ের ধুলাে
১০. জগদীশবাবু বিরাগীকে ভ্রমণের জন্য প্রণামি দিতে চেয়েছিলেন—
(ক) একশাে টাকা
(খ) একশাে এক টাকা
(গ) পাঁচশ টাকা
(ঘ) হাজার এক টাকা
১১. বিরাগী ধুলাের মতাে অনায়াসে মাড়িয়ে যেতে পারেন-
(ক) বইপত্র
(খ) মর্ত্যের ভূমি
(গ) সােনা
(ঘ) অর্থ
১২. তার হাত দুটো ছটফট করতে শুরু করে দিয়েছে—জগদীশবাবুর হাত দুটো ছটফট করার কারণ-
(ক) বিরাগীকে প্রণামি দানের জন্য
(খ) বিরাগীর পায়ের ধুলাে নেওয়ার জন্য
(গ) বিরাগীর পায়ে খড়ম পড়ানাের জন্য
(ঘ) সন্ন্যাসীকে প্রণাম করার জন্য
১৩. হরিদা ভেবেছিলেন, একবারেই জগদীশবাবুর বাড়ি থেকে তিনি যা ঝেলে নেবেন,
তাতে তার চলে যাবে-
(ক) এক মাস
(খ) ছয় মাস
(গ) এক সপ্তাহ।
(ঘ) এক বছর/সারা বছর
১৪. হরিদা বহুরূপীর ছদ্মবেশে পথে বের হয়—
(ক) সকালে-বিকেলে
(খ) সকালে-রাতে
(গ) সকালে-সন্ধ্যায়
(ঘ) সকালে-দুপুরে
১৫. সন্ন্যাসীর বয়স কত হবে বলে লােকে মনে করে—
(ক) হাজারের বেশি
(খ) একশাের বেশি
(গ) একশাে বছর।
(ঘ) হাজার বছর
১৬. চকের বাসস্ট্যান্ডে আতকের হল্লা বেজেছিল-
(ক) সন্ধ্যা বেলা
(খ) দুপুর বেলা
(গ) সকাল বেলা।
(ঘ) বিকেল বেলা
১৭. হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে কয় জন স্কুল ছাত্রকে আটক করেছিল?
(ক) তিনজন
(খ) চারজন।
(গ) পাঁচজন
(ঘ) ছয়জন
১৮. পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন—
(ক) চকের বাসস্ট্যান্ডে
(খ) শহরের রাস্তার মােড়ে
(গ) স্কুলের লিচু বাগানে
(ঘ) দয়ালবাবুর লিচু বাগানে
১৯. হরিদার ঘরে সকাল-সন্ধ্যায় আড্ডা দিত—
(ক) পাড়ার সকলে
(খ), তিনজন
(গ) চারজন
(ঘ) পাঁচজন
২০. সাদা উত্তরীয়টা কোথায় পড়েছিল ?
(ক) বেঞ্চের উপর
(খ) উনুনের পাশে
(গ) মাদুরের ওপর
(ঘ) খাটের ওপর
২১. সন্ন্যাসী সারা বছর খেতেন-
(ক) একটি হরিতকী
(খ) এক গ্লাস ঠান্ডা জল
(গ) একটি বেল
(ঘ) একটি ফল
২২. পাগলটা বাসযাত্রীদের কী দিয়ে ভয় দেখাচ্ছিল/পাগল বেশধারী হরিদার হাতে ছিল—
(ক) থান ইট
(খ) আস্ত ইট
(গ) ঢিল
(ঘ) লাঠি
২৩. বাইজির হাতে ছিল একটি
(ক) থালা
(খ) ফুলসাজি
(গ) পানেরসাজি
(ঘ) ওড়না
২৪. হরিদা জগদীশ বাবুর বাড়িতে পুনরায় যেতে চেয়েছিল—
(ক) বহুরূপী সাজ দেখাতে
(খ) বড়াে মতাে কিছু ঝেলে নিতে
(গ) তীর্থভ্রমণের টাকা আদায় করতে
(ঘ) বকশিশের টাকা আনতে
২৫, জগদীশবাবুর বাড়ির কোথায় মস্ত আলাে জ্বলছিল ?
(ক) বারান্দাতে
(খ) অন্দরমহলে
(গ) ছাদে
(ঘ) উঠোনে
- মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখাে | বৈশিষ্ট্য ও পর্যালােচনা | মাধ্যমিক
- বহুরূপী MCQ, বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর