পশ্চিমবঙ্গে প্রথম
- পশ্চিমবঙ্গে প্রথম মহিলা রাজ্যপাল – পদ্মজা নাইডু (১৯৫৬-১৯৬৭)।
- পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – মমতা ব্যানার্জি (২০১১-বর্তমান)।
3. পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যের মন্ত্রী । – রেণুকা রায়।
- পশ্চিমবঙ্গে প্রথম বিমান চালিকা। – দুর্বা বন্দ্যোপাধ্যায়।
5. পশ্চিমবঙ্গে প্রথম হাইকোর্টের বিচারপতি – পদ্ম খাস্তগীর ও মঞ্জুলা বসু।
6. পশ্চিমবঙ্গে প্রথম পত্রিকার সম্পাদিকা – ভুবনমােহিনী দেবী।
- পশ্চিমবঙ্গে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য – ডঃ রমা চৌধুরী (রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়)।
- পশ্চিমবঙ্গে প্রথম এমএ পাশ মহিলা – রাণু ঘােষ।
- পশ্চিমবঙ্গে প্রথম ওকালতি করেন। – রেজিনা গুহ।
- পশ্চিমবঙ্গে প্রথম অবৈতনিক ম্যাজিস্ট্রেট – প্রভা বন্দ্যোপাধ্যায়।
- পশ্চিমবঙ্গে প্রথম ডিএসসি উপাধি প্রাপক – অসীমা চট্টোপাধ্যায়।
12.পশ্চিমবঙ্গে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার – ইলা মজুমদার।
13. পশ্চিমবঙ্গে ইংরেজি ভাষায় কবিতা রচনাকারী মহিলা – তরু দত্ত।
- ইংল্যান্ড যাত্রাকারী পশ্চিমবঙ্গে প্রথম মহিলা – তরু দত্ত, চন্দ্রলেখা বসু এবং অরু দত্ত।
- পশ্চিমবঙ্গে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপক – সুরমা মিত্র।
- Current Affairs in Bengali MCQ : 5 January 2021
- 5nd November Bengali GK : বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাধারণ বিজ্ঞান [Part-5]
- 4nd November Bengali GK : বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাধারণ বিজ্ঞান [Part-4]
- Bangla GK Nov 3nd :বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর (part-3)
- Bangla GK 31th Oct: বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার GK [Part -2]
- Bangla GK 30th Oct: বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার GK [Part -1]
- GK : India’s first | জেনারেল নলেজ : ভারতের প্রথম | One liner GK in Bengali
- জেনারেল নলেজ: পশ্চিমবঙ্গে প্রথম | The first woman of West Bengal
- ভৌতবিজ্ঞান জি.কে – Physics Bengali GK for West Bengal All Competitive Exams
- General Science GK in Bengali. Top 50 General Science Questions & Answers for West Bengal All Competitive Exams