Chapter 1: জীবজগতে নিয়ন্ত্রণ ওসমন্বয়
- সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা নির্ণয় করাে-
(A) প্রতিকূল জিওট্রপিক
(B) কেমােন্যাস্টি
(C) অনুকূল জিওট্রপিক
(D) অনুকূল হাইড্রোট্রপিক
- উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কী বলা হয় ?
(A) ট্রপিক চলন
(B) কেমােন্যাস্টিক চলন
(C) ট্যাকটিক চলন
(D) থার্মোন্যাস্টিক চলন
- লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি যে ধরনের চলন তা নির্ণয় করাে।
(A) সিসমেন্যাস্টি
(B) ফটোন্যাস্টি
(C) থার্মোন্যাস্টি
(D) কেমেন্যাস্টি
- টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খােলে আবার কম তাপে মুদে যায়— -এটি কী ধরনের চলন তা নির্ণয় করাে।
(A) ফটোন্যাস্টি
(B) সিসমেন্যাস্টি
(C) থার্মোন্যাস্টি
(D) কেমােন্যাস্টি
- ভলভক্সের মৃদু আলাের দিকে অগ্রসর হওয়া কোন্ ধরনের চলনকে নির্দেশ করে ?
(A) হাইড্রোট্রপিক
(B) ফটোট্যাকটিক চলন
(C) ফটোট্রপিক চলন
(D) ফটোন্যাস্টিক চলন
- ভুল জোড়টি নির্বাচন করাে।
(A) কেমােন্যাস্টি / সূর্যমুখী
(B) সিসমােন্যাস্টি / লজ্জাবতী
(C) ফটোন্যাস্টি / পদ্ম
(D) থার্মোন্যাস্টি / টিউলিপ
- বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমােনটি নির্বাচন করাে।
(A) অক্সিন
(B) জিব্বারেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইথিলিন
- নারকেলের তরল শস্যে যে হরমােনটি পাওয়া যায় সেটি নির্ণয় করাে।
(A) অক্সিন
(B) জিব্বারেলিন
(C) ইথিলিন
(D) সাইটোকাইনিন।
- উদ্ভিদ হরমােনের কাজ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করে।
(A) অক্সিন অগ্রন্থ প্রকটতা ঘটায়
(B) অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে
(C) অক্সিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে
(D) সবকটি
- অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা অঞ্চল থেকে ক্ষরিত হরমােনটি চিহ্নিত করাে।
(A) ইনসুলিন
(B) টেস্টোস্টেরণ
(C) থাইরক্সিন
(D) অ্যাড্রিনালিন
- রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন্ হরমোনের পরিমাণ রক্তে বেড়ে
যায় তা নির্ণয় করাে।
(A) ADH
(B) অ্যাড্রিনালিন
(C) GTH
(D) থাইরক্সিন
- স্ত্রীদেহে পীত গ্রন্থি বৃদ্ধি ঘটায় যে হরমােন তা চিহ্নিত করো।
(A) FSH
(B) TSH
(C) LH
(D) LTH
- রিলিজিং ও ইনহিবিটিং হরমােনগুলি যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তা স্থির করাে।
(A) থ্যালামাস।
(B) লঘুমস্তিষ্ক
(C) গুরুমস্তিষ্ক
(D) হাইপােথ্যালামাস
- যে হরমােনটি GTH এর অন্তর্ভুক্ত নয় তা নির্বাচন করাে।
(A) FSH
(B) TSH
(C) ICSH
(D) LTH
- নীচের বাক্যগুলি পড়াে এবং যেটি সঠিক নয় সেটিকে নির্বাচন করাে।
(A) হাইপােথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে
(B) ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়
(C) ADH ও অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়
(D) ইনসুলিন কলাকোশে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে
গ্লুকোজের পরিমাণ হ্রাস করে
- ADH.এ লক্ষ্য অঙ্গটি নির্বাচন করাে।
(A) বৃক
(B) পিটুইটারি
(C) অ্যাড্রিনাল
(D) শুক্রাশয়
17.. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ তা নির্ণয় করো।
(A) ADH এর অভাব
(B) ACTH এর অভাব
(C) STH এর অভাব
(D) GTH এর অভাব
- মধুমেহ রােগে আক্রান্ত রােগীর দেহে নীচের কোন্ হরমােনটি কম মাত্রায় ক্ষরিত হয় তা নির্ণয় করাে।
(A) অক্সিটোসিন।
(B) ইনসুলিন
(C) থাইরক্সিন
(D) অ্যাড্রিনালিন
- দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি নির্ণয় করো।
(A) গুরুমস্তিষ্ক
(B). থ্যালামাস
(C) হাইপােথ্যালামাস
(D) লঘুমস্তিষ্ক
20, রিলেসেন্টার হিসেবে কাজ করে মস্তিষ্কের যে অংশ তা হলো—
(A) লঘুমস্তিষ্ক
(B) থ্যালামাস
(C) হাইপােথ্যালামাস
(D) সুষুম্নাশীর্ষক
- মস্তিষ্কের কোন্ অংশ ক্ষুধা, তৃয়া, উত্তেজনা ও উদ্বেগ নিয়ন্ত্রণ করে তা ধির করাে।
(A) হাইপােথ্যালামাস
(B) থ্যালামাস
(C) পনস
(D) মধ্যমস্তিষ্ক
22, মস্তিষ্কের আবরণকে কী বলে তা লেখাে।
(A) প্লুরা
(B) মেনিনজেস
(C) পেরিকার্ডিয়াম
(D) সবকটি
- সঠিক জোড়টি নির্বাচন করাে।
(A) অগ্ৰমস্তিষ্ক, গুরুমস্তিষ্ক, পনস, থ্যালামাস
(B) হাইপােথ্যালামাস, পনস, অগ্ৰমস্তিষ্ক, গুরুমস্তিষ্ক
(C) অগ্রমস্তিষ্ক, গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপােথ্যালামাস
(D) অগ্রমস্তিষ্ক, গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক, হাইপােথ্যালামাস
- মানবদেহের সুষুন্না স্নায়ুর সংখ্যা সঠিক ভাবে নির্ণয় করাে।
(A) 31 জোড়া
(B) 31 টি
(C) 33 টি
(D) 33 জোড়া
25, নীচের সঠিক বক্তব্যটি নির্বাচন করাে।
(A) গ্লসােফ্যারিঞ্জিয়াল ও ট্রাইজেমিনাল হলাে মিশ্র স্নায়ু
(B) ট্রলিয়ার ও অ্যাবড়ুসেন্স হলাে মিশ্র স্নায়ু
(C) অলফ্যাকটরি ও অপটিক হলাে আজ্ঞাবহ স্নায়ু
(D) ট্রলিয়ার ও অ্যাবড়ুসেন্স হলাে আজ্ঞাবহ স্নায়ু
- নীচের কোনটি নিউরােগ্লিয়া বিষয় সঠিক নয় তা স্থির করাে।
(A) আগ্রাসী কোশ
(B) স্নায়ুতন্ত্রের বেশির ভাগ স্থান দখল করে থাকে
(C) ধারক কোশ হিসেবে কাজ করে
(D) দ্রুত উদ্দীপনা পরিবহন করে
- করােটিও স্নায়ুর সংখ্যা নির্বাচন করাে।
(A) 12 জোড়া
(B) 31 জোড়া
(C) 12 টি
(D) 33 টি
- মানুষের অক্ষিগােলকের আলোেক সুৰেদি অংশটি নির্ণয় করাে।
(B) স্লেরা
(A) কোরয়েড
(C) আইরিশ
(D) কর্ণিয়া
- অক্ষিগােলকের যে অংশটি আলাের প্রতিফলন রােধ করে তা নির্ণয় করো।
(A) লেন্স
(B) কোরয়েড
(C) কর্ণিয়া
(D) রেটিনা
- চোখের যে অংশটি আলোেক প্রবেশ নিয়ন্ত্রণ করে তা হলাে-
(A) রেটিনা
(B) কোরয়েড
(C) আইরিশ
(D) স্লেরা
- প্যারামেসিয়ামের গমনাঙ্গটি নির্বাচন করাে।
(A). সিলিয়া
(B) ফ্লাজেলা
(C) ক্ষণপদ
(D) মায়ােটম পেশি
SET-II
- জানালার ধারা রাখা টবের গাছ বাইরে আলাের দিকে বেঁকে যাওয়া যে ধরনের চলন তা নির্ণয় করাে-
(A) জিওট্রপিক
(B) হাইড্রোট্রপিক
(C) ফটোট্রপিক
(D) ফটোন্যাস্টিক
- ডায়ােনিয়া উদ্ভিদের পাতায় যে চলন দেখা যায় তা নির্ণয় করাে।
(A) কেমােন্যস্টিক
(B) ফটোন্যাস্টিক
(C) হাইড্রট্রপিক
(D) থার্মোন্যাস্টিক
- একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমােন হলাে—
(A) জিব্বেরেলিন
(B) অক্সিন
(C) সাইটোকাইনিন
(D) IBA
- মানুষের গ্রীবা অঞ্চলে স্বরযন্ত্রের সামান্য নীচে অবস্থানকারী অন্তঃক্ষরা গ্রন্থিটি হলাে—
(A) অগ্ন্যাশয়।
(B) থাইরয়েড
(C) পিটুইটারি
(D) অ্যাড্রেনাল
- সুরেনাল গ্রন্থি (বৃক্কের শীর্ষদেশে অবস্থানকারী) নির্বাচন করাে —
(A) অগ্নাশয়।
(B) থাইরয়েড
(C) অ্যাড্রেনাল
(D) পিটুইটারি
- গ্রেভস রােগের কারণ নির্ণয় করাে।
(A) থাইরক্সিন এর অধিক ক্ষরণ
(B) থাইরক্সিন এর কম ক্ষরণ
(C) ADH-এর অধিক ক্ষরণ
(D) ADH-এর কম ক্ষরণ
- গলগন্ড রােগের কারণ নির্ণয় করাে।
(A) ADH-এর কম ক্ষরণ
(B) T-এর অধিক ক্ষরণ
(C) T-এর কম ক্ষরণ
(D) ADH-এর অধিক ক্ষরণ
- একটি অন্তর্বাহী স্নায়ু হলাে
(A) অপটিক স্নায়ু
(B) ভেগাস স্নায়ু
(C) হাইপােগ্লোসাল স্নায়ু
(D) ট্রাইজেমিনাল স্নায়ু
- মূত্র ত্যাগে সাহায্য করে মস্তিষ্কে কোন অংশ তা নির্বাচন করাে।
(A) লঘু মস্তিষ্ক
(B) থ্যালামাস
(C) পন
(D) গুরুমস্তিষ্ক
- বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় চোখের যে অংশে তা নির্ণয় করাে।
(A) রেটিনা
(B) আইরিস
(C) লেন্স
(D) কর্নিয়া
- চোখের বর্তমান ব্যাকটেরিয়া ধ্বংসকারী গঠনটি নির্বাচন করাে।
(A) কনজাংটিভা
(B) অণুগ্রন্থি
(C) লেন্স
(D) আইরিস
- একনেত্র দৃষ্টি সম্পন্ন প্রাণী হল
(A) গােরু
(B) মানুষ
(C) বানর
(D) শিকারী পাখি
- হাইপারেপিয়ার এর সংশােধনী ব্যবস্থা নির্ণয় করাে।
(A) অবতল লেন্সের চশমা ব্যবহার
(B) অপারেশন
(C) উত্তল লেন্সের চশমা ব্যবহার
(D) বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার
- বাইফোকাল লেন্সের চশমা ব্যবহৃত হয় চোখের যে তুটিতে তা নির্বাচন করাে।
(A) প্রেসবায়ােপিয়া
(B) হাইপারােপিয়া
(C) মায়ােপিয়া
(D) ক্যাটারক্ট
- মাছের সন্তরনে বক্ষ পাখনার ভূমিকা নির্বাচন করাে।
(A) জলের উপরে ও নীচে ওঠানামা করতে সাহায্য করা
(B) জলের মধ্য দিক পরিবর্তন করতে সাহায্য করা
(C) জলের মধ্যে স্থির থাকতে সাহায্য করা
(D) কোনটি নয়
- ফ্ল্যাজেলা যে প্রাণীর গমনাঙ্গ তা নির্বাচন করাে
(A) অ্যামিবা
(B) প্যারামেশিয়াম
(C) ইউপ্লিনা
(D) মাছ
- রেমিজেস ও রেকট্রিসেসের সংখ্যা যথাক্রমে
(A) 23টি, 12 টি
(B) 12 টি, 23 টি
(C) 21 টি, 12 টি
(D) 23 টি, 11 টি
- পাখির উড্ডয়ন পেশিটি নির্বাচন করাে।
(A) পেক্টোরালিস মেজর
(B) পেক্টোরালিস মাইনর
(C) কোরাকোব্রাবিয়লিস
(D) সবকটি
- এক্সটেনসর পেশিটি নির্ণয় করাে।
(A) বাইসেপস
(B) ট্রাইসেপস
(C) ল্যাটিসিমাস ডরসি
(D) ডেল্টয়েড
- ডেল্টয়েড পেশিটি যে ধরনের তা নির্ণয় করাে
(A) অ্যাবডাকটর পেশি
(B) অ্যাডাকটর পেশি
(C) এক্সপেনসর পেশি
(D) ফ্লেক্সর পেশি
- বামাবােধিনী পত্রিকা কিভাবে নারীসমাজের মুখপত্রে পরিণত হয়েছিল?
- Madhyamik Life Science suggestion 2022 PDF