কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক বাংলা [Class 12]
কে বাঁচায় কে বাঁচে (MCQ) |
কে বাঁচায় কে বাঁচে (SAQ) |
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer [বড় প্রশ্ন ও উত্তর] |
Higher Secondary Bengali Exam Preparation |
প্রশ্ন ১২। কদিন পরেই মাইনের তারিখ এল।—মাইনের ব্যাপাৱকে ঘিৱে নিখিল ও মৃত্যুঞ্জয়ের বক্তব্য ও মনােভাব বিশ্লেষণ করাে। [২+৩]
উ: প্রস্তাবনা: প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্পের দুই চরিত্র মৃত্যুঞ্জয় ও নিখিল একই অফিসের সমপদস্থ কর্মচারী। মােটা মাইনের চাকুরে। তাদের মাইনের তারিখ এসে গেল। প্রতি মাসে নিখিলকে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। টাকা পাঠানাের জন্য মানি অর্ডারের ফর্ম লিখতে গিয়ে ভাবল, এবার তিনটে সাহায্যেই পাঁচ টাকা করে কম পাঠাবে কি না। এমন সময় মৃত্যুঞ্জয় নিখিলের কুঠরিতে এসে বসল। ফুটপাথে লােকটাকে অনাহারে মরতে দেখার পর থেকে মৃত্যুঞ্জয় কেমন যেন বিষন্ন ও গম্ভীর। নিখিলের সঙ্গে বেশি কথা হয় না।
মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা ৱিলিফ ফান্ডে দান: তার একটা কাজ করে দেওয়ার কথা বলেই মৃত্যুঞ্জয় একতাড়া নােট রাখল নিখিলের সামনে। টাকাটা দুর্ভিক্ষপীড়িতদের জন্য কোনাে রিলিফ ফান্ডে দিয়ে আসার অনুরােধ রাখল। ধীরে ধীরে গুনে নিখিল দেখল মাসের সমস্ত মাইনের টাকা। সে কথা জিজ্ঞেসও করল। মৃত্যুঞ্জয় স্বীকার করল। বন্ধু হিসেবে নিখিল বলতে চাইল যে, তার সংসারে ন-জন লােক। মাইনের টাকায় মাস চলে না। প্রতি মাসে ধার করতে হয়। সেই পরিস্থিতিতে সারা মাসের বেতন দেবে রিলিফ ফান্ডে ? মৃত্যুঞ্জয়ের বক্তব্য হল, তা হােক। সে কিছু একটা করতে চায়। রাতে তার ঘুম হচ্ছে না। খেতে বসলে খেতে পারছে না। একবেলা খায়, আর-একবেলা তাদের স্বামী-স্ত্রীর খাবার ক্ষুধার্তদের বিলিয়ে দেয়। নিখিল লক্ষ করে, মৃত্যুঞ্জয়ের গােলগাল মুখখানা থমথমে। সে যেন ভিতরে ভিতরে পুড়ছে।
স্ত্রীৱ অর্ধাহাৱ সম্পর্কে মৃত্যুঞ্জয়ের বক্তব্য: মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মায়ের স্বাস্থ্য ভালাে। সে হয়তাে অর্ধাহারে দিন পনেরাে কাটিয়ে দিতে পারে। নিখিলের মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে ওঠে। সে কিন্তু তা চায় না। স্ত্রীকে নিষেধ করেছে, বুঝিয়েছে। স্ত্রী কথা শােনে মৃত্যুঞ্জয় না খেলে সে খাবে না। মৃত্যুঞ্জয়ের বক্তব্য, এ অন্যায় ও অত্যাচার। না খেয়ে তার স্ত্রী মরতেও পারে।
নিখিলেৱ বক্তব্য ও মনােভাব: দেশের লােককে এভাবে বাঁচানাে যায় না, নিখিল ভাবছিল এই কথা মৃত্যুঞ্জয়কে বলে বােঝাবে। এতে কাছাকাছি যারা আছে তারা খাবার পাবে, দূরে আছে যারা, তারা খাবার না পেয়ে মরবে। কিন্তু এসব কোননা কথাই তার মুখ থেকে বেরােল না। তবে তার বক্তব্য হল, ভূরিভােজ করে খাওয়া অন্যায়। তা বলে না খেয়ে মরাও উচিত নয়। সে কাটছাঁট করে খাওয়া কমিয়েছে। তবে সে মনে করে, বেঁচে থাকার জন্য যেটুকু দরকার তা সে নিজের জন্য অপরকে বঞ্চিত করে হলেও রাখবে। নীতিধর্মের দিক থেকে নয়, সমাজধর্মের নিরিখে তার বিচার্য হল, দশজনকে খুন করার পাপের চেয়ে না খেয়ে নিজেকে মেরে ফেলা বড়াে পাপ।
মধ্যবিত্তসুলভ স্বার্থপর মনােভাব: নিখিলের এই ভাব ও বক্তব্যে মৃত্যুঞ্জয়ের স্পষ্ট মন্তব্য, ওটা হল নিখিলের পাশবিক স্বার্থপরতার পরিচয়। তার প্রত্যুত্তরে নিখিলের কথা হল, যারা না খেয়ে মরছে তাদের স্বার্থপরতার দরকার ছিল। তাদের ওই সামান্য রিলিফ দিয়ে বাঁচানাের চেয়ে স্বার্থপর করে তােলার প্রয়ােজন ছিল। তাহলে কেউই মরত না। হাজার মাইল দূরে খাবার থাকলেও কিংবা গুদামে একত্রিশটা তালা লাগানাে থাকলেও তারা বাঁচার জন্য খাবার জোগাড় করে নিত। মৃত্যুঞ্জয় নিখিলকে বদ্ধ পাগল বলে উঠে গেল।
১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4] ‘Ans./উত্তর click here
২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো। ‘Ans./উত্তর click here
৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন? ‘Ans./উত্তর click here
৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২] Ans./উত্তর click here
৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২] ‘Ans./উত্তর click here
৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [৫] Ans./উত্তর click here
৯। মৃত্যুঞ্জয়ৱ ৱকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।—মৃত্যুঞ্জয়েৱ কী এমন দেখেছে যে, তা নিখিলেৱ অনুমানের কারণ হয়েছে? বড় একটা সমস্যা কী? সে সমস্যার সঙ্গে কীৱকম সঘাত হয়েছে বলে নিখিলের অনুমান? [২+১+২] Ans./উত্তর click here
১০। নিখিলেৱ মনে হল, মৃত্যুঞ্জয়ৱ ভিতৱটা সে পৱিষ্কার দেখতে পাচ্ছে —এই পৱিষ্কার। দেখা প্রসঙ্গে নিখিল মৃত্যুঞ্জয়ের ধারণা সম্পর্কে যা ভেবেছে তা বিবৃত কৱা। নিখিলের ওই ধারণা যে ঠিক নয়, মৃত্যুঞ্জয়ের জবাবে কীভাবে তা প্রমাণিত হল লেখাে। [২+৩] Ans./উত্তর click here
১১। মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল কৱতে দেখে নিখিল চুপ করে থাকে।—মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করতে থাকে কেন? চুপ করে থাকা সত্ত্বেও নিখিল বিক্ষুদ্ধ চিত্ত কী ভাবতে লাগল লেখাে। (২+৩] Ans./উত্তর click here