কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক বাংলা [Class 12]
কে বাঁচায় কে বাঁচে (MCQ) |
কে বাঁচায় কে বাঁচে (SAQ) |
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer [বড় প্রশ্ন ও উত্তর] |
Higher Secondary Bengali Exam Preparation |
প্রশ্ন ১৩। ওটা পাশবিক স্বার্থপৱতা।—কে, কাকে ও কী প্রসঙ্গে এ কথা বলেছে? উধৃত বাক্যের তাৎপর্য বুঝিয়ে দাও। [1+1+3]
উ: বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি: বিখ্যাত গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে! গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় তার সমপদস্থ সহকর্মী নিখিলকে এই কথা বলেছে।
প্রসঙ্গ: মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষপীড়িত নিরন্ন মানুষের সাহায্যের জন্য মাসের সমস্ত মাইনে রিলিফ ফান্ডে দান করে দেয়। সংসারকে উপেপাসে রেখে এভাবে সর্বস্ব দিয়ে দেশের মানুষকে বাঁচানাে যায় না বলে নিখিলের বিশ্বাস। তা ছাড়া না খেয়ে নিজেকে মেরে ফেলা বড় পাপ বলে নিখিল মনে করে। দেশব্যাপী আকালের সময় ভূরিভােজ করা অন্যায়। সেজন্য সে কাটছাঁট করে খাওয়া যতদূর সম্ভব কমিয়েছে। বেঁচে থাকতে হলে যতটুকু খাওয়া দরকার, তা সংগ্রহের জন্য দেশের লােক মরে গেলেও নির্মমভাবে হলেও সে সংগ্রহ করবে। সে মনে করে দশজন তােক খুন করে যে পাপ হতে পারে, তার চেয়ে বড় পাপ হল না খেয়ে নিজেকে হত্যা করা। এই প্রসঙ্গে প্রশ্নোধৃত উক্তির উপস্থাপনা।
তাৎপর্য বিশ্লেষণ: নিখিলের কথার মধ্যে স্বার্থপরতার প্রকাশ মৃত্যুঞ্জয়কে কিছুটা ক্ষিপ্ত করে। নিখিলের স্বার্থপর চিন্তাকে পাশবিক স্বার্থপরতা বলে নিন্দা করে। পাশবিক অর্থে পশুতুল্য নির্মম ও অমানবিক। যাতে মনুষ্যত্বের পরিচয় নেই। পশুরা নিজ নিজ পেট ভরানাের জন্য নির্মমভাবে অপরকে বঞ্চিত করে। নির্দয়ভাবে অপরের খাবার কেড়ে খায়। দয়ামায়ার ধার ধারে না। একইভাবে নিখিলের মনােভাব হল, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাদ্য দরকার, তা জোগাড় করার তাগিদে অপরে খেতে না পেয়ে মরে গেলেও সে সংগ্রহ করবে। অর্থাৎ নিজে বেঁচে থাকার জন্য অপরের প্রতি দয়া, মায়া ও মমত্ব দেখানাের প্রয়ােজন নেই। এ ধরনের স্বার্থপর চিন্তা অমানবিক, পশুতুল্য। এতে মানবিক মূল্যবােধের ছিটেফোঁটার প্রকাশ নেই। নিখিল সমাজধর্মের দোহাই দিয়েছে। মানুষ সমাজবদ্ধ মানুষ। সমাজের প্রতি তার দায়দায়িত্ব ও কর্তব্যবােধ আছে। সমাজধর্মে তা পালনের নৈতিক কর্তব্যও আছে। কাজেই পরার্থে স্বার্থত্যাগ সমাজধর্মের গােড়ার কথা।সমষ্টির স্বার্থে ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিতে হয়। তা না হলে মানুষে-পশুতে তফাত কোথায় ? সমাজবদ্ধ হয়ে মানুষ ব্যক্তিস্বার্থ চরিতার্থের জন্য কী পশুতুল্য হয়ে উঠবে ?
১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4] ‘Ans./উত্তর click here
২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো। ‘Ans./উত্তর click here
৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন? ‘Ans./উত্তর click here
৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২] Ans./উত্তর click here
৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২] ‘Ans./উত্তর click here
৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here
৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [৫] Ans./উত্তর click here
৯। মৃত্যুঞ্জয়ৱ ৱকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।—মৃত্যুঞ্জয়েৱ কী এমন দেখেছে যে, তা নিখিলেৱ অনুমানের কারণ হয়েছে? বড় একটা সমস্যা কী? সে সমস্যার সঙ্গে কীৱকম সঘাত হয়েছে বলে নিখিলের অনুমান? [২+১+২] Ans./উত্তর click here
১০। নিখিলেৱ মনে হল, মৃত্যুঞ্জয়ৱ ভিতৱটা সে পৱিষ্কার দেখতে পাচ্ছে —এই পৱিষ্কার। দেখা প্রসঙ্গে নিখিল মৃত্যুঞ্জয়ের ধারণা সম্পর্কে যা ভেবেছে তা বিবৃত কৱা। নিখিলের ওই ধারণা যে ঠিক নয়, মৃত্যুঞ্জয়ের জবাবে কীভাবে তা প্রমাণিত হল লেখাে। [২+৩] Ans./উত্তর click here
১১। মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল কৱতে দেখে নিখিল চুপ করে থাকে।—মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করতে থাকে কেন? চুপ করে থাকা সত্ত্বেও নিখিল বিক্ষুদ্ধ চিত্ত কী ভাবতে লাগল লেখাে। (২+৩] Ans./উত্তর click here
১২। কদিন পরেই মাইনর তারিখ এল-মাইলের ব্যাপাৱাকে ঘিরে নিখিল ও মৃত্যুঞ্জয়ের বক্তব্য ও মনােভাব বিশ্লেষণ করা [২+৩] Ans./উত্তর click here