ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিকও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালােচনা
বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান 8
টীকা লেখাে : একা আন্দোলন।
উত্তর: গান্ধিজির নেতৃত্বে অহিংস-অসহযােগ আন্দোলন চলাকালে (১৯২১-২২) যুক্তপ্রদেশের হরদৈ, বারাবাকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে যে কৃষক অভ্যুত্থান ঘটে, ইতিহাসে তা একা’ বা একতা আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।
নামকরণ : আন্দোলন চলাকালে যেকোনাে অবস্থায় কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেয়। তাই এই আন্দোলনের এইরূপ নামকরণ। কারণ ও কৃষকদের ওপর অতিরিক্ত ৫০% করারােপ, অনাদায়ে অত্যাচার, জমি বাজেয়াপ্তকরণ, বেগার শ্রমদান প্রথা প্রভৃতি কৃষকদের বিদ্রোহের পথে পরিচালিত করেছিল।
নেতৃত্ব : মাদারি পাসি নামে অনুন্নত সম্প্রদায়ের এক নেতাই ছিলেন আন্দোলনের মূল চালিকা শক্তি। এছাড়াও বাবা গরিবদাস প্রমুখ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
শপথনামা : মাদারি পাসির নেতৃত্বে অনুন্নত সম্প্রদায়ের কৃষকরা দলে দলে এই আন্দোলনে ঝাপিয়ে পড়ে। মন্ত্রপাঠ ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা শপথ নেয় যে—
(i) নির্দিষ্ট সময়ে নির্ধারিত খাজনা ছাড়া তারা অতিরিক্ত কোনাে কর দেবে না,
(ii) জমি থেকে উচ্ছেদ করা হলেও তারা জমি ছাড়বে না,
(iii) রশিদ ছাড়া খাজনা দেবে না।
(iv) খাজনা দেবে নগদ টাকায়, শস্যের মাধ্যমে নয়,
(v) জমিদারের জমিতে বেগার খাটবে না,
(vi) গ্রাম্য বিবাদের মীমাংসা হবে পঞ্চায়েতের মাধ্যমে এবং
(vii) সর্বক্ষেত্রে কৃষকরা ঐক্য বজায় রাখবে।
জাতীয় কংগ্রেসের ভূমিকা: আন্দোলনের সূচনাপর্বে কংগ্রেসী নেতৃবৃন্দ এর সঙ্গে যুক্ত থাকলেও আন্দোলন ক্রমে হিংসাত্মক হয়ে উঠলে কংগ্রেস আন্দোলন থেকে বেরিয়ে যায়।
বৈপ্লবিক কর্মকাণ্ড : আন্দোলন ক্রমে সশস্ত্র রূপ পরিগ্রহ করে। জমিদার ও তালুকদারদের ঘরবাড়ি ও খামার আক্রান্ত হয় এবং কুমায়ুন অঞ্চলের হাজার হাজার মাইল সংরক্ষিত অরণ্যে অগ্নিসংযােগ করা হয়। মাদারি পাসি তার অনুগামীদের স্থানীয় জেলাশাসককে হত্যা করতেও ইন্ধন দেন।
অবসান: আন্দোলনের ব্যাপকতায় আতঙ্কিত ব্রিটিশ সরকার চন্ডনীতির মাধ্যমে আন্দোলন দমনে উদ্যোগী হয়। শেষপর্যন্ত ১৯২২ খ্রিস্টাব্দের জুন মাসে মাদারি পাসির গ্রেপ্তার এবং অনুচরবর্গের নিষ্ঠুর হত্যার মধ্যে দিয়ে ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করে। মন্তব্য ও ব্যর্থ হলেও ভারতের অগণিত কৃষক বিদ্রোহের ভিড়ে একা’ আন্দোলন এক স্বতন্ত্র স্থানের অধিকারী।
- মাধ্যমিক ইতিহাস উত্তর সহ সাজেশন ফ্রী | Madhyamik History suggestion 2021
- প্রতিরােধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় নোট
Madhyamik History Notes
- উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাম্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ?
- শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী | উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলােচনা করাে
- বামাবােধিনী পত্রিকা কিভাবে নারীসমাজের মুখপত্রে পরিণত হয়েছিল?
- গ্রামবার্তা প্রকাশিকা’য় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে?
- নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
- গাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো।
- এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল?
- স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো
- ভারত ছাড়াে আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করাে | মাধ্যমিক |
- মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখাে | বৈশিষ্ট্য ও পর্যালােচনা | মাধ্যমিক
Madhyamik Suggestion
- Madhyamik Life Science suggestion 2022 PDF
- Madhyamik Bengali Suggestion 2021 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন 2021 [Part-1]
- Madhyamik Physical Science Suggestion 2021 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021
- Madhyamik Geography suggestion 2021 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন (Part-1)
- মাধ্যমিক ইতিহাস উত্তর সহ সাজেশন ফ্রী | Madhyamik History suggestion 2021
- Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ [PDF]