উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করাে।

উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তর : ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা : উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন।
হরমােন বিশেষ ভূমিকা পালন করে। উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিওট্রপিক চলন অক্সিনের
অসমবণ্টনের ফলে ঘটে।
ফোটোট্রপিক চলন : একপাশ্মীয় আলােকের প্রভাবে আলােকের বিপরীত দিকে অক্সিন বেশিমাত্রায় সতি হয়। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, আলােক উৎসের বিপরীত দিকে শতকরা 65 ভাগ এবং আলােকের দিকে শতকরা 35 ভাগ অক্সিন সঞ্চিত হয়। কাণ্ড বেশি পরিমাণ অক্সিনে বেশি অনুভূতিশীল, তাই আলােকের বিপরীত দিকে বেশি অক্সিনযুক্ত অঞ্চলে কোশ বিভাজনের হার বৃদ্ধি পায় এবং তার ফলে কাণ্ড আলােকের দিকে বেঁকে যায়। আবার, মূল বেশি পরিমাণ অক্সিনে কম অনুভূতিশীল, তাই আলােকের দিকে কম অক্সিনযুক্ত অঞ্চলে কোশ বিভাজনের হার বৃদ্ধি পায় এবং তার ফলে মূল আলােকের বিপরীত দিকে বেঁকে যায়। এইভাবে, অক্সিন হরমােনের অসম বণ্টনের ওপর ফোটোট্রপিক চলন নির্ভর করে।
জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ : অভিকর্ষ বলের প্রভাবে অনুভূমিক কাণ্ডের নীচের দিকে অক্সিনের ঘনত্ব বেশি হয়, ফলে ওই অংশে দ্রুত কোশ বিভাজন ও বৃদ্ধি ঘটায় কাণ্ডের অগ্রভাগ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায়, কিন্তু মূলের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটে। মূলাগ্রের নীচে অক্সিন বেশি থাকায় ওই অংশে কোশ বিভাজন বাধাপ্রাপ্ত হয়। কিন্তু মূলাগ্রের ওপরের অংশে কম অক্সিন থাকায় কোশ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল বেঁকে নীচে অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়।