দ্বাদশ শ্রেণী সংস্কৃত TOP 50 SAQ

• সংক্ষিপ্ত উত্তর দাও : প্রতিটির মান-১

১। ভরতমুনি কে ছিলেন?
উ: প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা ছিলেন ভরতমুনি।

২। রূপক সংখ্যা কয়টি?
উ: রূপক সংখ্যা ১০টি।

৩। ব্রহ্মা রচিত দুটি নাটকের নাম লেখাে।
উ: ব্রহ্মা রচিত দুটি নাটক হল অমৃতমন্থন ও ত্রিপুরদাহ।

৪। ভাসের ‘প্রতিমা’ নাটকের উৎস কী?
উ: ভাসের প্রতিমা’ নাটকের উৎস রামায়ণ মহাকাব্য।

৫। ভাসের কোন নাটকটি অসম্পূর্ণ?
উ: ভাসের লেখা অসম্পূর্ণ নাটকটি হল চারুদত্ত।

৬। ভাসের লেখা প্রচলিত নাটকগুলি প্রথমে কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উ: ভাসের লেখা প্রচলিত নাটকগুলি প্রথমে ১৯০৯ খ্রিঃ আবিষ্কৃত হয়েছিল।

৭। কে নাট্যকার ভাসকে ‘কবিকূল হাস’ বলে সম্বােধন করেছিলেন?
উ: জয়দেব তাঁর ‘প্রসন্ন রাঘবম’ নাটকে ভাসকে এই সম্বােধন করেন।

৮। স্বপ্নবাসবদত্তম’ কার লেখা?
উ: ‘স্বপ্নবাসবদত্তম মহাকবি ভাসের লেখা।

৯। ভরতবাক্য কাকে বলা হয়?
উ: নাটকের শেষে সূত্রধার যে প্রশস্তি সূচক শ্লোক পাঠ করেন তাকে ভরতবাক্য বলে।

১০। ভাসের দুটি ব্যায়ােগ শ্রেণির অন্তর্ভুক্ত নাটকের নাম লেখাে।
উ: ভাসের দুটি ব্যায়ােগ শ্রেণির অন্তর্ভুক্ত নাটকের নাম হল ‘কর্ণভার’ এবং “দূতবাক্য।

১১। প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ’ কার লেখা?
উ: ‘প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ’ মহাকবি ভাসের লেখা।

১২। মুদ্রারাক্ষসম’ নাটকের প্রধান চরিত্র কোনটি?
উ: ‘মুদ্রারাক্ষসম’ নাটকের প্রধান চরিত্র হল চাণক্য।

১৩। অভিজ্ঞান শব্দের অর্থ কী?
উ: স্মারকচিহ্ন।

১৪। মুদ্রারাক্ষস’ নাটকটির প্রধান রস কী?
উ: বীর রস।

১৫। স্ত্রী চরিত্রবিহীন নাটকটির নাম কী?
উ: বিশাখদত্তের মুদ্রারাক্ষস।

১৬। মেঘদূত’-এর নায়ক কে?
উ: যক্ষ।

১৭। মুগ্ধ মধুসূদন কী? =
উ: ‘গীতগােবিন্দ গীতিকাব্যের তৃতীয় সর্গের নাম হল মুগ্ধ মধুসূদন।

১৮। মেঘদূতের শ্লোক সংখ্যা কত?
উ: মেঘদূতের শ্লোক সংখ্যা ৮০টি।

১৯। ‘মৃচ্ছকটিক’ শব্দের অর্থ কী?
উ: মাটির খেলনা গাড়ি।

২০। কোন নাটকে বিদূষক অনুপস্থিত?
উ: মুদ্রারাক্ষস নাটকে।

২১। ‘স্বপ্নবাসবদত্তম’ নাটকের বিদূষক কে?
উ: ‘স্বপ্নবাসবদত্তম’ নাটকের বিদূষক হলেন বসনতক।

২২। স্বপ্নবাসবদত্তম’ নাটকে কটি অঙ্ক আছে?
উ: ‘স্বপ্নবাসবদত্তম’ নাটকে ৬টি অঙ্ক আছে।

২৩। কোন নাটকে ভাস নাট্যশাস্ত্রের নিয়ম লঙ্ঘন করেছেন?
উ: উরুভঙ্গ নাটকে।

২৪। গীতগােবিন্দ কী জাতীয় কাব্য?
উ: গীতিকাব্য।

২৫। শকুন্তলাকে কে অভিশাপ দেন?
উ: দুর্বাসা মুনি।

২৬। “অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের অঙ্ক সংখ্যা কত?
উ: ৭ অঙ্ক বর্তমান।

২৭। মেঘদূতের রচয়িতার নাম কী?
উ: কালিদাস

২৮। মুদ্রারাক্ষসের রচয়িতা কে?
উ: বিশাখদত্ত।

২৯। কালিদাস রচিত নাটক কটি?
উ: ৩টি।

৩০। চারুদত্তের পুত্রের নাম কী?
উ: রােহসেন।

৩১। মৃচ্ছকটিক কী জাতীয় দৃশ্যকাব্য?
উ: প্রকরণ জাতীয়।

৩২। মৃচ্ছকটিকের অঙ্ক সংখ্যা কত?
উ: ১০ অঙ্ক বর্তমান।

৩৩। মৃচ্ছকটিকের নায়ক কে?
উ: চারুদত্ত।

৩৪। মৃচ্ছকটিকের নায়িকা কে?
উ: বসন্তসেনা।

৩৫। মৃচ্ছকটিকের বিষয়বস্তু কী? রস
উ: চারুদত্ত ও বসন্তসেনার প্রণয় কাহিনী।

৩৬। প্রতিমা’ নাটকের অঙ্ক সংখ্যা কত?
উ: ‘প্রতিমা’ নাটকের বর্তমান অঙ্ক সংখ্যা ৭।

৩৭। ভাস মােট কটি নাটক লেখেন?
উ: ১৩টি।

৩৮। ভাস কোন নাট্যকারের পর্ববর্তী?
উ: কালিদাসের।

৩৯। ভাসের রামায়ণ মূলক নাটক দুটি কী কী?
উ: প্রতিমা ও অভিষেক।

৪০। স্বপ্নবাসবদত্তমের বিদূষক কে? ‘
উ: বসন্তক।

৪১। মুদ্রারাক্ষসের দুটি প্রধান চরিত্র লেখাে।
উ: চাণক্য ও রাক্ষস।

৪২। মুদ্রারাক্ষসের অঙ্ক সংখ্যা কটি?
উ: ৭ অঙ্ক বর্তমান।

৪৩। কালিদাস কার সভাকবি ছিলেন?
উ: বিক্রমাদিত্যের।

৪৪। মেঘদূতের রস কী?
উ: শৃঙ্গাররস।

৪৫। মেঘদূত কটি অংশে বিভক্ত?
উ: ২টি অংশে বিভক্ত।

৪৬। জয়দেবের সময়কাল কত?
উ: দ্বাদশ শতক।

৪৭। জয়দেবের পিতার নাম কী?
উ: ভােজদেব।’

৪৮। জয়দেবের মাতার নাম কী?
উ: বামাদেবী।

৪৯। গীতগােবিন্দের বিষয়বস্তু কী?
উ: রাধা-কৃষ্ণের অপার্থিব প্রেমলীলা।

৫০। গীতগােবিন্দের সর্গ সংখ্যা কয়টি?
উ: ১২টি।

1. একাদশ শ্রেণি বাংলা বিষয়

2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি

3. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)

5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী

6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়

7. দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়

8. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি

10. একাদশ শ্রেণি বিষয় ইংরেজি

12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”

13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”

14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়

15. CLASS 12 BENGALI MCQ

http://wbanswer.com