আয় আরাে বেঁধে বেঁধে থাকি
১. “আমাদের ঘর গেছে উড়ে” পংক্তিটির ভাবার্থ হলাে-
(ক) আকস্মিক বিপর্যয়ে ঘর ধ্বংস হয়ে গেছে।
(খ) আমাদের ঘর ভেঙে গেছে।
(গ) ঘর ছেড়ে আমরা উড়ে চলে এসেছি।
(ঘ) বিমানের মধ্যেই ছিল আমাদের ঘর।
২. কবিতায় উল্লিখিত ‘হিমানীর বাঁধটি রয়েছে-
(ক) পায়ে পায়ে
(খ) মাথার উপরে
(গ) ডান পাশে
(ঘ) বাম পাশে
৩. আমাদের মাথায়–
(ক) আকাশ
(খ) বিমান
(গ) বােমার
(ঘ) বােঝা
৪. “আমাদের কথা কে বা জানে আমরা হলাম
(ক) ভবঘুরে
(খ) সাধারণ মানুষ
(গ) অসহায় মানুষ
(ঘ) ভিখারি
৫. হয়তাে গেছে মরে’ কী মরে যাওয়ার কথা বলা হয়েছে?
(ক) পৃথিবী
(খ) শিশুরা
(গ) বিপন্ন মানুষেরা
(ঘ) ভিখারির
৬. আমাদের চোখমুখ’–
(ক) আতঙ্কগ্রস্থ
(খ) ঢাকা
(গ) বিভীষিকাময়
(ঘ) বিস্ফোরিত
৭. আমরা ভিখারির কত মাস-
(ক) ছয় মাস
(খ) আট মাস
(গ) বারাে মাস
(ঘ) নয় মাস
৮. কবির মতে আমরা কোথায় কোথায় ফিরেছি?
(ক) কাছে দূরে
(খ) গিরিখাতে
(গ) ঘরে ঘরে
(ঘ) দোরে দোরে
৯. ‘পথ’ শব্দটি ‘আয় আরাে বেঁধে বেঁধে থাকি’ কবিতাতে ব্যবহৃত হয়েছে—
(ক) একবার
(খ) দুইবার
(গ) তিনবার
(ঘ) পাঁচবার
১০. কবিতায় কবি কীভাবে বেঁধে বেঁধে’ থাকতে বলেছেন?
(ক) দড়ি দিয়ে
(খ) দুহাত বেঁধে
(গ) হাতে হাত রেখে
(ঘ) কোমরে দড়ি বেঁধে
১১. আমাদের পায়ে পায়ে রয়েছে—
(ক) জুতাে
(খ) হিমানীর বাঁধ
(গ) কাঁটাতার
(ঘ) ধুলােবালি
১২. আমাদের ডান পাশে এবং বাঁয়ে রয়েছে
যথাক্রমে-
(ক) ধ্বস ও গিরিখাত
(খ) হিমানীর বাঁধ ও গিরিখাত
(গ) গিরিখাত ও ধ্বস
(ঘ) বােমারু ও শিশুদের শব
১৩. শঘ ঘােষের ছদ্মনাম হলাে-
(ক) পরশুরাম
(খ) কুন্তল
(গ) কুন্তক
(ঘ) শ্রীপান্থ
- শাবলতলার মাঠ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | মাধ্যমিক সম্পূর্ণ গল্প | WBBSE
- মিরাট ষড়যন্ত্র মামলা টীকা লেখাে | বৈশিষ্ট্য ও পর্যালােচনা | মাধ্যমিক