আমি দেখি
শক্তি চট্টো পা ধ্যা য়।
গাছগুলাে তুলে আনাে, বাগানে বসাও
আমার দরকার শুধু গাছ দেখা।
গাছ দেখে যাওয়া
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি দিন।
বহুদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি।
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে…
তাই বলি, গাছ তুলে আনাে
বাগানে বসাও আমি দেখি
চোখ তাে সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনাে, বাগানে বসাও।
আমি দেখি।
2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি
4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)
5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী
6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়
9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি
12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”
13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”
14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়