অসুখী একজন MCQ, অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর,

অসুখী একজন

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”2″ tax_term=”545″ order=”desc” orderby=”rand”]

১. কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ/বছর কাটার কথা বলা হয়েছে ?

(ক) অসংখ্য 

(খ) একটি

(গ) হাজার 

(ঘ) হাজার হাজার

২. “সে জানতাে না”—সে কী জানতাে না ?

(ক) কথক তাকে ছেড়ে দূরে চলে যাবে 

(খ) কথক আর কখনাে ফিরে আসবে না

(গ) ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে

(ঘ) তার মৃত্যু হবে না

৩. “বৃষ্টিতে ধুয়ে দিল” বৃষ্টি ধুয়ে দিয়েছিল

(ক) পায়ের দাগ 

(খ) রক্তের দাগ 

(গ) পথের ধুলাে 

(ঘ) কাঠ কয়লার দাগ

৪. অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলাে, নেমে এসেছিল—

(ক) ঘূর্ণিঝড়ের মতাে

(খ) রক্তের আগ্নেয় পাহাড়ের মতাে

(গ) যুদ্ধের মতাে

(ঘ) পর পর পাথরের মতাে

৫. শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবে ছিল—

(ক) কয়েক যুগ

(খ) হাজার হাজার বছর

(গ) হাজার বছর

(ঘ) সহস্র বছর

৬. মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল ?

(ক) ছাদে

(খ) উঠোনে

(গ) বারান্দায়।

(ঘ) গােলাপি গাছের পাশে

৭. কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত। মেয়েটি দাঁড়িয়েছিল—

(ক) রাস্তায়। 

(খ) যুদ্ধক্ষেত্রে 

(গ) বারান্দায়। 

(ঘ) দরজায়

৮. অসুখী একজন কবিতায় দেবতাদের বিশেষণ 

দেওয়া হয়েছে-

(ক) মৃত

(খ) শান্তশিষ্ট

(গ) শান্ত হলুদ 

(ঘ) ধ্যানমগ্ন

৯. তারপর যুদ্ধ এলাে’—যুদ্ধ এসেছিল—

(ক) লাভা ভর্তি আগ্নেয়গিরির মতাে 

(খ) মৃত্যুর মতাে

(গ) রক্তের এক সমুদ্রের মতাে 

(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে

১০. অসুখী একজন’ কবিতায় মৃত্যু হয়নি

(ক) গ্রামের

(খ) মেয়েটির

(গ) শিশুদের 

(ঘ) দেবতাদের

১১. অসুখী একজন’ কবিতায় যে কালাে দাগটির কথা বলা হয়েছে, তা হলাে—

(ক) কয়লার 

(খ) বেদনার 

(গ) রক্তের 

(ঘ) শশাকের

১২. অসুখী একজন’ কবিতায় উল্লেখিত বীভৎস 

মাথাগুলি ছিল—

(ক) মৃত শিশুদের

(খ) মৃত মেয়েটির

(গ) ধ্যানমগ্ন দেবতাদের

(ঘ) মৃত পাথরের মূর্তির

১৩. একটা সপ্তাহ আর কেটে গেল।

(ক) একদিন

(খ) একমাস 

(গ) একটা বছর 

(ঘ) একটা যুগ

১৪. যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল—

(ক) পায়ের দাগ 

(খ) কাঠ কয়লা 

(গ) ধুলােবালি 

(ঘ) ছাই


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”2″ tax_term=”545″ order=”desc” orderby=”rand”]